আবদুল লতিফকে দিল্লি তলব করল ইডি, হাজিরা না দিলে…

গরুপাচারকাণ্ডের তদন্তে অন্যতম অভিযুক্ত আবদুল লতিফকে ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লা মাফিয়া রাজু ঝা খুনের সময় ঘটনাস্থলে লতিফের উপস্থিতি প্রমাণ হওয়ার পর থেকে ফের আলোচনায় এসেছেন তিনি। ইডি সূত্রে খবর, এবার হাজিরা না দিলে লতিফের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করবেন তদন্তকারীরা।

গত শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে আততায়ীদের গুলিতে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। এর পর জানা যায়, আবদুল লতিফের গাড়ি করে দুর্গাপুর থেকে কলকাতা আসছিলেন তিনি। পরদিন এক ভিডিয়োয় দেখা যায় রাজু ঝা খুনের কয়েক মিনিট পরে ঘটনাস্থলে ফোন কানে পায়চারি করছেন আবদুল লতিফ। এর পর বেপাত্তা হয়ে যান তিনি। গায়েব হয়ে যায় গাড়িতে থাকা তাঁর ২টি ব্যাগ। রাজু খুনের সময় লতিফ যে গাড়িতেই ছিলেন তা নিশ্চিত করেছেন গাড়ির চালক।

গরুপাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত ছিলেন লতিফ। ইলামবাজার সহ বীরভূমের একাধিক গরুর হাটে লেনদেন নিয়ন্ত্রণ করতেন তিনি। চার্জশিতে তাঁকে অন্যতম অভিযুক্ত বলে উল্লেখ করেছে সিবিআই। স্থানীয়রা জানিয়েছেন, গ্রেফতারি এড়াতে গত বছর বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন লতিফ। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। ইলামবাজারে তাঁর গাড়ির শো রুমেও দেখা গিয়েছিল লতিফকে। গত শনিবার লতিফের উপস্থিতি প্রমাণিত হওয়ার পরই তাঁকে ফেরার ঘোষণা করে সিবিআই। কিন্তু তাতে প্রশ্ন থামছে না।

প্রশ্ন উঠছে, লতিফ বাড়িতে থাকলেও কেন তাঁকে গ্রেফতার করল না সিবিআই। এক্ষেত্রে গরুপাচারকাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের ভূমিকা কী? এরই মধ্যে লতিফকে দিল্লি তলব করল ইডি। তাঁকে আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তি।