Brazil School Attack: কুড়ুল হাতে স্কুলে হামলা ব্যক্তির, আক্রমণে মৃত ৪ শিশু, আহত ৫, ত্রস্ত ব্রাজিল

যাদের প্রাণ গিয়েছে, তাদের বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে। স্কুলের মধ্যে আচমকা এক ব্যক্তি কুড়ুল নিয়ে ঢুকে পড়ে মারধর শুরু করেন। ধারালো অস্ত্রের ঘায়ে ছোট্ট শিশুরা আহত হয়ে পড়ে। তাদেরই মধ্যে ৪ জনের মৃত্যু হয়, আর ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ব্রাজিলে। দক্ষিণ ব্রাজিলের এক প্রি স্কুলে এই ঘটনা ঘটে গিয়েছে।

এদিকে, ঘটনার পর ২৫ বছর বয়সী হামলাকারী নিজেকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, যে শিশুরা মারা গিয়েছে, তাদের মধ্যে দুই বালকের বয়স ২ বছর, ১ বছর ও একটি মেয়েটির বয়স ছিল ৭ বছর। জানা গিয়েছে, আহতদের মধ্যে তিন থেকে ৫ বছর বয়সীদের মধ্যে অনেকে রয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতরা সকলেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। পঞ্চম শিশুটির আঘাত খুবই কম বলেও জানা গিয়েছে। এদিকে এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাশিও লুলা ডে সিলভা। তিনি এই ঘটনাকে ‘নারকীয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলছেন, ‘এমন এক মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না। ’ তিনি এই ঘটনাকে ‘বিদ্বেষ’ ও ‘ কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন। ব্রাজিলের ব্লু মেনুতে এই ঘটনায় আতঙ্কিত অভিবাবকরা বেশ খানিকটা উদ্বেগে পড়ে গিয়েছিলেন।

(মেট্রোয় ব্রা, মিনি স্কার্ট পরা তরুণীর স্ট্রেট ব্যাটে জবাব মেট্রোর গাইডলাইনের পর )

(বিজেপিতে যোগ নয়, ‘মামা’ বোম্মাইকে শুধু সমর্থনের বার্তা অভিনেতা সুদীপের )

ব্রাজিলের সান্টা ক্যাটারিনায় এই ঘটনার পরই স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়তে যান অনেকে। তাঁদের মধ্যে বেশিরভাগজনই অভিভাবক। এদিকে, দমকল ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে, পুলিশ জানাচ্ছে, যে ব্যক্তি এই ঘটনায় অভিযুক্ত, তাঁর একটি ইতিহাস রয়েছে নিজের সৎ বাবাকে হত্যা করার। এছাড়াও অভিযুক্ত, হিংসায় যুক্ত বলে পুলিশের কাছে রেকর্ড রয়েছে। অন্যদিকে, মাদকের ঘোরে বহুকার আসক্ত ছিল বলেও ওই অভিযুক্তকে নিয়ে পুলিশের কাছে রয়েছে রেকর্ড।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup