Central Force in WB for Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে ব্যারাকপুর-চন্দননগর-হাওড়া কমিশনারেটে টহল আধা সেনার, তৈরি পুলিশ

কলকাতা হাই কোর্টের পরামর্শ মেনে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। কলকাতা, হাওড়া, ব্যারাকপুর এবং চন্দননগর কমিশনারেট এলাকায় মোতায়েন করা হয়েছে এই বাহিনী। এই আবহে বুধবার রাতে চুঁচুড়া, কামারহাটিতে রুটমার্চ করছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী নেমেছে হুগলির অন্যান্য জায়গাতেও। উল্লেখ্য, হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। তবে রামনবমীর মিছিল ঘিরে রাজ্যের একাধিক জায়গায় হিংসার জেরে এবার ভোট ছাড়াই রাজ্যে নামল কেন্দ্রীয় বাহিনী। যার জেরে কার্যত মুখ পুড়েছে রাজ্য সরকারেরই। তবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত থাকতে চায় রাজ্য সরকার। তাই হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যে আধা সেনা নামাতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। (আরও পড়ুন: রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, নতুন অর্থবর্ষে স্বস্তি পাবেন আম জনতা?)

জানা গিয়েছে, কলকাতায় আজ পাঁচ থেকে ছ’টি মিছিল বের হবে হনুমান জয়ন্তী উপলক্ষে। এর মধ্যে দু’টি শোভাযাত্রা হাওড়ার দিক থেকে এসে বড় বাজার ও পোস্তায় শেষ হবে। একটি শোভাযাত্রা ভূতনাথ মন্দির থেকে বের হবে। অপর একটি শোভাযাত্রা বের হবে বন্দর এলাকা থেকে। প্রতিটি শোভাযাত্রায় থাকবেন অ্যাসিন্টেন্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। এদিকে বন্দর এলাকার শোভাযাত্রায় থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররা। এদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত প্রায় ১ হাজার পুলিশকর্মী থাকবেন মিছিলের পথে।

প্রসঙ্গত, রামনবমীকে কেন্দ্র করে গত মাসের শেষ থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক জায়গা। সেই উত্তাপের আঁচ যাতে হনুমান জয়ন্তীতে ছড়িয়ে না পড়ে, তার জন্য বাড়তি সতর্ক প্রশাসন। এর আগে রামনবমী উপলক্ষে হাওড়ায় হিংসা ছড়িয়েছিল। একই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে হুগলির রিষড়াতেও। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। এই আবহে মামলা দায়ের হয় আদালতে। রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি যাতে হনুমান জয়ন্তীতে না ঘটে তার জন্য রাজ্য সরকারকে কেন্দ্রের সাহায্য নেওয়ার পরামর্শ দেয় আদালত। সেই মতো, বৃহস্পতিবার সকালেই হুগলির গ্রামীণ এলাকাগুলিতেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে।

এদিকে জানা গিয়েছে, এদিন হনুমান জয়ন্তী উপলক্ষ্য়ে বিকালে বাঁশবেরিয়া এলাকায় মিছিল করবে বিজেপি। মিছিলে থাকবেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। তবে আদালতের নির্দেশে কোনও বক্তব্য় রাখতে পারবেন না রাজনৈতিক নেতারা। এদিকে হাওড়াতেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী নামতেই রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য পুলিশ প্রশাসন কার্যত ব্যর্থ।