Underwater living: জলের নীচে এভাবে থাকলেই নাকি একধাক্কায় কমে বয়স! কত ক্ষণ থাকলেন তরুণ, বয়স কত কমল

এক সময় নৌবাহিনীর তাগড়াই অফিসার ছিলেন। আবার অধ্যাপকের পেশাও সামলেছেন। আর ষষ গবেষণা তাঁর নেশা। বয়স ৫৫ বছরের কোঠায় পড়ল জোসেফ দিতুরির। তবে এখনও থামেনি তার গবেষণার নেশা। এখন এক অদ্ভুত পরীক্ষায় মেতেছেন তিনি। একটানা দিনের পর দিন জলের তলায় থাকবেন তিনি। এমনটাই তাঁর ইচ্ছে। সেইমতো ব্যবস্থাও করেছেন। গবেষণাই রয়েছে এর নেপথ্যে।

ইতিমধ্যে থাকতে থাকতে ৩৫ দিন হয়ে গেল। আর তাঁর ১০০ দিন থাকতে পারলেই রেকর্ডও করবেন তিনি। পুরনো এক রেকর্ড ভাঙবেন জোসেফ। আগে থেকে টানা ৭৩ দিন জলের তলায় থাকার একটা রেকর্ড হয়েই আছে। এবারে সেটাই তিনি ভাঙবেন।

আরও পড়ুন: ‘হ্যান্ডেল’ ধরার স্বভাব খুব! শেষে সিসিটিভিতে ধরা পড়তেই কড়া সাজা দিল আদালত

আরও পড়ুন: গরমে এরাই আপনার‌ মসিহা! রোজ খেলে কোনও রোগ ছুঁতে পারবে না, রইল সেরা ৫ ফলের তালিকা

২০১২ সালে মার্কিন নৌ দফতর থেকে অবসর নিয়েছিলেন জোসেফ দিতুরি। ১ মার্চ থেকেই এই পরীক্ষা শুরু করেছিলেন তিনি। ইতিমধ্যেই ৩০ দিন থাকা হয়ে গিয়েছে। জলের তলায় দিতুরির দেখাশোনা করতে রয়েছে সাইকোসোশ্যাল, সাইকোলজিক্যাল এবং মেডিক্যাল দলের বিশেষজ্ঞরা।

১০০ স্কোয়ার ফুটের একটি জায়গায় প্রায় ৩০ ফুট জলের নীচে আছেন জোসেফ দিতুরি।  এই নয়া পরীক্ষার মাধ্যমে তিনি দেখছেন, জলের চাপ খুব বেশি হলে তা শরীর কীভাবে সামলাতে পারে। তাঁর এই গোটা পরীক্ষা চলছে ফ্লোরিডার আন্ডারসি লজ কি লার্গো-তে। তবে একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দল রয়েছে তাঁর সঙ্গে। তাঁরাই তাঁর  দেখভাল করছে। 

আরও পড়ুন: বারোটা বাজছে চায়ের, দুধটা এভাবে ফোটান বলেই! জেনে নিন ফোটানোর সঠিক কায়দা

আরও পড়ুন: সকালে খালি পেটে ডায়াবিটিস সামাল দেবেন কীভাবে? রইল সেরা খাবারের তালিকা

নিজের অভিজ্ঞতা নিয়ে কী বলছেন দিতুরি? তিনি জানাচ্ছেন, মানবশরীর এত দীর্ঘ সময় জলের তলায় থাকতে পারে না। এটা জেনেই আমি এই পরীক্ষায় নেমেছি। জলের তলায় থাকার ফলে আমার শরীরের উপর যে-যে প্রভাব পড়বে সেটা পরীক্ষা করে দেখা হবে। তবে এটা ঠিক যে, এর ফলে আমার শরীর অনেক উন্নত হবে। সব থেকে বড় কথা হল, বয়স লুকিয়ে ফেলা যাবে। চাপ সহ্য করে জলের তলায় থাকতে পারলে তা অ্যান্টিএজিংয়ের কৌশল হিসেবে কাজ করে। তা ছাড়া মস্তিষ্কের কিছু বিরল রোগেও এই থেরাপি বিশেষ কার্যকরী বলে জেনেছেন তিনি। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup