Fake news amendment in IT Rules: ‘ভুয়ো খবর’ নিয়ে ‘দানবীয়’ ক্ষমতা কেন্দ্রের, তোপ ইয়েচুরির, পালটা ‘অজ্ঞতার’ খোঁচা

বিতর্কিত তথ্যপ্রযুক্তি নিয়মে একটি ধারা যুক্ত করেছে সরকার। ওই ধারা অনুযায়ী, কোনও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনও জিনিসকে (কনটেন্ট) ‘ভুয়ো’ বলে চিহ্নিত করে দেয়, তাহলে টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সংস্থাকে নিশ্চিত করতে হবে যে তাদের প্ল্যাটফর্মে সেই কনটেন্ট যেন কেউ পোস্ট না করেন।