TMC thanks KMC: বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার! আনুষ্ঠানিক ঘোষণার আগে KMC-কে ধন্যবাদ তৃণমূলের

পুরসভা থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তার আগে, বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়ার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে টুইট করল তৃণমূল। এই নিয়ে এখনও পর্যন্ত মেয়রের দিক থেকে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি। তবে পুরসভা সূত্রে খবর, শুক্রবার গুড ফ্রাইডে বলে ছুটি ছিল পুরসভা। তাই সিদ্ধান্ত নেওয়া যায়নি। শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তার আগে পার্কিং ফি তুলে নেওয়া হবে ধরে নিয়েই দলের তরফ টুইট করে দেওয়া হল।

এ দিন বর্ধিত পার্কিং ফি নিয়ে দুপুর সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বা দলের অনুমোদন না নিয়েই পার্কিং ফি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মেয়রকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে পুরনো হারে তা নিতে। কারণ মুখ্যমন্ত্রী চান না মানুষের ঘাড়ে বাড়তি বোঝা চাপুক। পরে মেয়র ফিরহাদ হাকিম দু’একটি সংবাদমাধ্যমে জানান, ‘সাংবাদিক বৈঠক করে এই কথা বলার কী দরকার ছিল। আমাকে তো বললেই হতো। আমি দলের অনুগত সৈনিক।’

এর কিছুক্ষণ পর সন্ধে সাতটা নাগাদ টুইট করে তৃণমূল জানিয়ে দেয় বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করা হয়েছে। টুইটে লেখা হয়,’কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে রাজ্য সরকার বা কলকাতা পুরসভা মানুষের উপর বাড়তি বোঝা চাপাতে চায় না। মানুষের পক্ষে আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। আপনাদের মঙ্গল এবং কল্যাণই আমাদের প্রথম অগ্রাধিকার।’

শনিবার সরকারি ভাবে প্রত্যাহার করা হতে পারে বর্ধিত পার্কিং ফি।