নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, আহত বাপ – ব্যাটা

রাজ্যে ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। শনিবার নারায়ণগড়ের নারমা তুঁতরাঙা গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি! ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তৃণমূলের জেলা কো অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, দলের সঙ্গে বাড়ির মালিকের কোনও সম্পর্ক নেই।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে বলাই মান্না নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এর পর বলাইবাবুর পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দেন। প্রতিবেশীরা এসে দেখেন বলাই মান্না ও তাঁর ছেলে প্রহ্লাদ গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী করে বিস্ফোরণ হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন বলাইবাবুর বাড়িতে বেআইনি বাজি কারখানা ছিল।

এই নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, রাজ্যে একের পর এক বিস্ফোরণ হয়ে চলেছে। পুলিশ কোনও পদক্ষেপ করে না। শাসকদলের মদতে প্রশাসনের প্রশ্রয়ে গ্রামে গঞ্জে বোমা কারখানা চলছে।

পালটা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, ওই ব্যক্তি অনুষ্ঠান বাড়িতে বাজি সরবরাহ করেন। বাজি তৈরির সময় কোনও রকম বিস্ফোরণ হয়েছে। বোমা বিস্ফোরণ হয়নি। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলেছি।