মুম্বাইয়ের মাঠে চেন্নাইয়ের দাপুটে জয়

আইপিএলের ক্লাসিকোতে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাত্তা দিলো  না চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়েতে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে টানা দ্বিতীয় জয় পেলো মহেন্দ্র সিং ধোনিরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে হারার পর ঘরের মাঠেও জিততে পারেনি মুম্বাই। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান করে তারা। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান করে চেন্নাই।

পাওয়ার প্লেতে ভালো শুরু করেছিল মুম্বাই। ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়ে চতুর্থ ওভারের শেষ বলে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে ৩ চার ও ১ ছয়ে ২১ রান করেন তিনি। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৬১ রান তোলে স্বাগতিকরা। সপ্তম ওভারে ইশান কিষাণকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন রবীন্দ্র জাদেজা। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। কিষাণ ২১ বলে ৫ চারে ইনিংস সেরা ৩২ রান করেন।

জাদেজা পরে ক্যামেরন গ্রিন (১২) ও তিলক ভার্মাকে (২২) ফেরান। শেষ দিকে টিম ডেভিডের ২২ বলে ৩১ রানের সৌজন্যে দেড়শ ছাড়াতে পেরেছিল মুম্বাই।

জাদেজা সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪ ওভারে ২০ রান দিয়ে, ম্যাচসেরাও হয়েছেন ভারতীয় স্পিনার। দুজন করে ব্যাটারকে ফিরিয়েছেন তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার।

রান তাড়া করতে নেমে চতুর্থ বলে ডেভন কনওয়েকে শূন্য রানে হারায় চেন্নাই। আজিঙ্কা রাহানে ও রুতুরাজ গায়কোয়াড় ওই ধাক্কা সামাল দেন ৮২ রানের জুটিতে। রাহানে মাত্র ২৭ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে থামেন।

শিবম দুবেকে (২৮) নিয়ে সহজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন রুতুরাজ। দুবে শেষ পর্যন্ত থাকতে পারেননি। আম্বাতি রাইডুকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন রুতুরাজ। ৩৬ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন চেন্নাই ওপেনার। আম্বাতি ২০ রানে খেলছিলেন।

তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেন্নাই। মুম্বাই দুই ম্যাচ খেলেও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তারা আছে ৮ নম্বরে।