IPL 2023: Ajinkya Rahane Reveals He Came To Know About His Chance In Playing XI Just Before The Toss As Moeen Ali Fell Ill


মুম্বই: বলা হয়, তিনি নাকি টেস্ট ক্রিকেটার। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অচল আধুলি। যদিও ব্যাট হাতে কুড়ি বিশের জগতেও যে আলো ছড়াতে পারেন, শনিবার তা প্রমাণ করে দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK) বোলিংকে ছারখার করে মাত্র ২৭ বলে ৬১ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ৩টি ছক্কা।

অথচ শনিবারের ম্যাচে খেলারই কথা ছিল না রাহানের। মঈন আলি অসুস্থ হয়ে পড়ায় আচমকাই জানতে পারেন যে, ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ম্যাচের পর রাহানে বলেছেন, ‘আমি ভীষণ উপভোগ করেছি। টসের আগে জানতে পারি আমি খেলব। মঈন আচমকা অসুস্থ হয়ে পড়েছিল। ফ্লেম (কোচ স্টিফেন ফ্লেমিং) আমাকে জানায় যে, খেলছি।’

রাহানে যোগ করেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমার মরসুমটা ভাল গিয়েছে। শুধু নিজের ছন্দ বজায় রাখার চেষ্টা করেছি। টাইমিংয়ে জোর দিয়েছি। শুধু এটা উপলব্ধি করা জরুরি যে, ম্যাচ খেলছি। আইপিএল লম্বা টুর্নামেন্ট আর কেউই জানে না কখন সুযোগ চলে আসবে।’ রাহানে আরও বলেছেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা সব সময়ই উপভোগ করি। এখানে কোনওদিন টেস্ট ম্যাচ খেলিনি। এই মাঠে একটা টেস্ট খেলতে চাই। মাহি ভাই আর ফ্লেমিংয়ের সবচেয়ে ভাল ব্যাপার হল ওরা সকলকে স্বাধীনতা দেয়। মাহি ভাই আমাকে তৈরি থাকতে বলেছিল।’

তিনি মুম্বইয়ের ক্রিকেটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামকে চেনেন হাতের তালুর মতো। ঘরোয়া ক্রিকেটে মুম

বইকে নেতৃত্বও দিয়েছেন।

সেই অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) জন্য শনিবার আঁধার নামল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। ব্যাট হাতে দুরন্ত ছন্দে মুম্বইয়ের তারকা। মাত্র ১৯ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। চলতি আইপিএল-এ দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রান করে ফিরলেন রাহানে। তাঁকে যোগ্য সঙ্গত করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত রইলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ১৫৭/৮ স্কোর তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (CSK)। মাত্র ৩ উইকেট হারিয়ে। রোহিত শর্মাদের ৭ উইকেটে হারিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ পয়েন্ট ঘরে তুললেন মহেন্দ্র সিংহ ধোনিরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের বিশ্বজয় অমর হয়ে রয়েছে। কিন্তু আইপিএলে এই মাঠে ধোনির স্মৃতি খুব একটা সুখকর নয়। বরং অনেকটা এগিয়ে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান। ওয়াংখেড়েতে দশবারের সাক্ষাতে সাতবারই সিএসকে-কে হারিয়েছে মুম্বই। যে হিসেবটা শনিবার সামান্য হলেও বদলাল।

কারণ, শনিবার প্রথমার্ধে বল হাতে জ্বলে উঠলেন সিএসকে বোলাররা। মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটারই সিএসকে-র নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রোহিত শর্মারা শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৭/৮ স্কোরে আটকে যায় মুম্বই। ম্যাচ জিততে ধোনিদের সামনে ১৫৮ রানের লক্ষ্য ছিল। রাহানের দাপটে যে লক্ষ্য সহজেই পূরণ করল সিএসকে।

আরও পড়ুন: কোহলিকে পিছনে ফেলে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার