MI Vs CSK 2023: Ben Stokes And Moeen Ali Could Not Play Against Mumbai Indians, MI Missing Jofra Archer


মুম্বই: প্রতিপক্ষ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে ম্যাচের আগে অবশ্য বেকায়দায় পড়লেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। কারণ, চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। সেই সঙ্গে মঈন আলিও মাঠে নামতে পারলেন না। তাঁদের পরিবর্তে অজিঙ্ক রাহানে ও ডোয়েন প্রিটোরিয়াসকে খেলাচ্ছে চেন্নাই সুপার কিংস।

টসের পরই ধোনি জানিয়ে দেন যে, চোট থাকায় খেলছেন না স্টোকস। তিনি এ-ও জানান যে, অসুস্থ থাকায় খেলতে পারছেন না মঈন আলি। পাশাপাশি ম্যাচের প্রথম ওভার বল করার পর হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় মাঠ ছাড়েন দীপক চাহারও। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতি ধোনিদের সামনে।

মুম্বই শিবিরও স্বস্তিতে নেই। সিএসকে-র বিরুদ্ধে খেলতে পারছেন না জোফ্রা আর্চার। যশপ্রীত বুমরা না থাকায় যাঁর ওপর অনেকটা নির্ভর করে রয়েছে মুম্বই। কিন্তু ফিট নন আর্চার। সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যায় যে, আর্চারের এত চোট প্রবণতার কথা জেনেও কেন ট্রেন্ট বোল্টকে ধরে রাখার চেষ্টা করল না মুম্বই।

স্টোকস যে মুম্বইয়ের বিরুদ্ধে অনিশ্চিত, সেই ইঙ্গিত আগেই ছিল। শুক্রবার (৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শেষে স্টোকস গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এই ব্যথার কারণেই আগামী দশ দিন তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে বলে খবর। যদিও একই রিপোর্টে দাবি করা হয় স্টোকসের বিষয়ে শনিবারই সিএসকে ম্যানেজমেন্ট ফাইনাল সিদ্ধান্ত নেবে। তবে যা শোনা যাচ্ছিল, তাতে দলের তারকা অলরাউন্ডারকে তড়িঘড়ি করে মাঠে নামানোর সম্পূর্ণ বিপক্ষে হলুদ ব্রিগেড। তাই মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, সিএসকের আসন্ন আরও কয়েকটি ম্যাচেও স্টোক

অনুপস্থিত থাকতে পারেন।

 


আইপিএলের শুরুটা কিন্তু একদমই আহামরিভাবে করতে পারেননি স্টোকস। দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২৬ (৭ ও ১৯) রান করেছেন তিনি। বল হাতে এক ওভারে লখনউয়ের বিরুদ্ধে ১৮ রান খরচ করেছিলেন তিনি। তবে স্টোকসের মতো অলরাউন্ডার যে কোনও দলেরই সম্পদ। তিনি দলকে ভারসাম্য প্রদান করেন। তাই ইংল্যান্ড তারকার না থাকাটা সিএসকের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

আরও পড়ুন: রেকর্ড মুম্বইয়ের পক্ষে, সিএসকে-র চমক হতে পারেন মাগালা, ওয়াংখেড়েতে ফের ধোনি ধমাকা?