Missing Youth in Beldanga: কাজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন, ৭ বছর পর বাড়ি ফিরলেন বেলডাঙার যুবক

বছর সাতেক আগে উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক। অনেক খোঁজাখুঁজির পরেও মেলেনি তাঁর সন্ধান। এক সময় তাঁর ফেরার আশা ছেড়েও দিয়েছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন সেই যুবক। বছর সাতাশের ওই যুবকের নাম মানোয়ার সেখ। তিনি মুর্শিদাবাদের বেলডাঙা থানার বেনাদহ হালাইপুর এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ৭ বছর আগে উত্তর চব্বিশ পরগনার সোদপুরে মিস্ত্রির কাজ করতেন মনোয়ার। সেখানে বেশ কয়েক বছর তিনি রাজমিস্ত্রির কাজ করেছিলেন। তবে বাড়ি ফিরতে গিয়ে ঘটে বিপত্তি। এলাকার এক ব্যক্তির সঙ্গে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, সেই ব্যক্তিকে না পাওয়ায় মানোয়ার একাই বাড়ি ফেরার চেষ্টা করেন। তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। আর বাড়ি ফিরতে পারেননি মনোয়ার। এদিকে, ছেলে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ে মানোয়ারের বাবা মা।

তাঁরা সমস্ত জায়গায় মনোয়ারের খোঁজ করেন। কিন্তু, কোথাও তাঁর সন্ধান পাননি। থানাতেও নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু, বছরের পর বছর কেটে যাওয়ার পরে কোনওভাবে ছেলেকে ফিরে পাননি মনোয়ারের বাবা-মা। একসময় ছেলেকে ফিরে পাওয়ার আশা হারিয়েছিলেন তাঁরা। তবে শেষমেষ ১ এপ্রিল মনোয়ারকে দেখতে পান গ্রামেরই বাসিন্দা আসাদুল হক। মহারাষ্ট্রের পুনেতে তিনি কাজ করেন। সেখানে তিনি মানোয়ারকে দেখতে পান। প্রথমে মনোয়ারকে দেখে তিনি চিনতে পারেননি। তাই মনোয়ারের পরিবারের সঙ্গে তিনি ভিডিয়ো কল মারফত যোগাযোগ করেন। তাঁর পরিবারের সদস্যরা মানোয়ারকে দেখে চিনতে পারেন। এদিকে, মনোয়ারও আসাদুলকে দেখে চিনতে পারেন। শেষে আসাদুলের সঙ্গে গত ৬ এপ্রিল বাড়ি ফেরেন মানোয়ার।

আসাদুলের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফেরেন মানোয়ার। তাঁকে দেখতে স্টেশনে ভিড় করেন গ্রামের বহু মানুষ। সাত বছর পর মানোয়ার ফিরে আসায় খুশি তাঁর পরিবার এবং গ্রামের বাসিন্দারা। মনোয়ারের বাবা ইয়াসিন সেখ ছেলেকে ফিরে পেয়ে জড়িয়ে ধরেন। তিনি জানান, ‘সাত বছর আগে কীভাবে ছেলে পুনেতে পৌঁছাল তা আমরা জানি না। ছেলেকে জিজ্ঞেস করে তার খোঁজ নেব। তবে ছেলে বাড়িতে পৌঁছনোয় আমরা খুশি। খুব ভালো লাগছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup