Solar light in Kolkata: নববর্ষে কলকাতার ৩০ টি বসতি এলাকায় সৌর আলো লাগাবে পুরসভা

কলকাতায় দূষণ বাড়ছে। বিভিন্ন সমীক্ষায় কলকাতার দূষণ নিয়ে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। এর ফলে শহরের দূষণ নিয়ন্ত্রণে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। নববর্ষে শহরের বিভিন্ন বসতি এলাকায় জ্বলবে সৌর আলো। শহরের বায়ুদূষণের মাত্রা মাপতে ইতিমধ্যেই পরিবেশ সেল খুলেছে কলকাতা পুরসভা। তারাই এগুলি খতিয়ে দেখবেন। পুরসভা সূত্রের খবর, কলকাতা এলাকায় ৩ লক্ষ ল্যাম্পপোস্ট রয়েছে। এগুলি থেকে ৭০০ মেট্রিক টন কার্বন বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এর ফলে উষ্ণায়ন বাড়ছে। সৌর বিদ্যুতের ব্যবহার হলে তা অনেকটাই কমবে বলে মনে করছেন পরিবেশবিদরা।

প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ৩০ টি বসতি এলাকা চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে সৌর আলো লাগানো হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বসতি) স্বপন সমাদ্দার। এই সমস্ত বসতিগুলির মধ্যে রয়েছে উত্তর কলকাতার শ্যামবাজার, গিরিশ পার্ক, দক্ষিণ কলকাতার কালীঘাট, ঢাকুরিয়া, খিদিরপুর সংলগ্ন এলাকার কিছু বসতি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত বসতিগুলিতে বিদ্যুতের চাহিদা মেটাতে পাইলট প্রজেক্ট হিসেবে স্বল্প ক্ষমতার সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হবে। অলিতে-গলিতে বসানো হবে লাইট পোস্ট। আর তার মাথায় থাকবে সোলার প্লেট। এই সোলার প্লেটগুলি সূর্যের রোদে চার্জ হলে ২০০ ওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবে। যাতে সহজে বসতি এলাকার বিদ্যুতের চাহিদা মেটানো যাবে।

এর ফলে যেমন পরিবেশ দূষণ কমবে, তেমনি বিদ্যুতের বিল অনেকটাই সাশ্রয় হবে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকরা। পরিবেশ দূষণ এবং বিদ্যুতের কথা মাথায় রেখে এর আগেও কলকাতার আইটি পার্কে পুরসভার তরফে সৌর আলো বসানো হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে ৪ কোটি টাকা বাঁচাতে সক্ষম হয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা এলাকায় ৩ লক্ষ ল্যাম্পপোস্ট রয়েছে। তার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার ল্যাম্পপোস্টে ভেপার ল্যাম্পের বদলে এলইডি ল্যাম্প লাগানো হয়েছে। এর ফলে ৪ কোটি টাকার বিল বেঁচেছে। 

কলকাতার মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সি জানিয়েছেন, আগে আলো বাবদ বছরে কলকাতা পুরসভাকে বিল দিতে হত ১৪ কোটি টাকা। এখন তা কমে ১০ কোটি টাকা হয়েছে। এবার সোলার প্ল্যান্ট বসানোর ফলে খরচ আরও কমবে বলে মনে করছেন পুরসভার আধিকারিকরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup