Stray Dogs: খুব সাবধান! পাঁচ বছরের ফুটফুটে শিশুকে ছিঁড়ে খেল পথকুকুরের দল

ফের পথকুকুরের হামলা। এবার ছত্তিশগড়ে। শুক্রবার কোরিয়া জেলায় ৫ বছরের একটি শিশুর উপর হামলা চালায় পথ কুকুরের দল। আর তাতেই মৃত্যু হয়েছে শিশুটির। শুক্রবার ভোরবেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ প্রাতঃকৃত্য সারতে বেরিয়েছিল ৫ বছরের ওই শিশু। তখনই রাস্তায় কয়েকটি কুকুর তাকে প্রথমে তাড়া করে। কিন্তু একরত্তি শিশু পালাতে পারেনি। এরপরই তার উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরের দল। একেবারে ছিঁড়ে, কামড়ে শেষ করে দেয়। শরীরের বিভিন্ন অংশ খাবলে নেয় কুকুরের দল।

এদিকে ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পথ কুকুরের দল হামলা চালিয়েছিল ওই শিশুটির উপর। তার জেরেই মৃত্যু হয়েছে তার। স্টেশন হাউজ অফিসার অশ্বিনী সিং জানিয়েছেন, মনে হচ্ছে কুকুরের কামড়ের জেরেই এই ঘটনা হয়েছে।

পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।

তবে এবারই প্রথম নয়। এর আগেও ছত্তিশগড়ে পথ কুকুরের হামলায় শিশু জখম হয়েছিল। সেবার কোরবা জেলায় বনশিখা নামে একটি শিশুর উপর ঝাঁপিয়ে পড়েছিল কুকুরের দল। শিশুটির বয়স মাত্র ২ বছর। তবে ভাগ্যক্রমে তার মা চলে এসেছিলেন চিৎকার শুনে। তিনি কোনওরকমে শিশুটিকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলে।

সূত্রের খবর, মা সেই সময় রান্নাঘরে ছিলেন। বাচ্চাটি বাইরে খেলছিল। আচমকাই কয়েকটি কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তার দেহে কামড়ে দেয় কুকুরগুলো। আর্তনাদ করে ওঠে শিশুটি চিৎকার শুনে তার মা এসে তাকে রক্ষা করে।

এর আগে মহারাষ্ট্রেও পথকুকুরের হামলায় এক শিশুর মৃত্যু হয়েছিল। মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। পাঁচ বছর বয়সী এক নাবালককে ছিঁড়ে খেয়েছিল পথকুকুরের দল। এমনকী ওই শিশুকে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে টেনে নিয়ে যায় সারমেয়রা। পরে সেখান থেকে কোনওরকমে উদ্ধার করে ওই শিশুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর ওই শিশুটি তার দিদির সঙ্গে রাস্তায় বেরিয়েছিল। সেই সময় কয়েকটি পথ কুকুর আচমকাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় তার দিদি ভাইকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করে। কিন্তু কুকুরের দল তাকে টেনে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে চলে যায়। এরপর দিদি আতঙ্কে চিৎকার শুরু করে দেয়।

খবর পেয়েই অভিভাবকরা ও পথচারীরা ওই জায়গায় ছুটে যান। কোনওরকমে কুকুরের মুখ থেকে ওই শিশুকে ছাড়িয়ে আনেন তাঁরা। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবার তেমনই ঘটনা ছত্তিশগড়ে।