BJP: ‘অশান্তি করলে মেরে খাটে তুলে দেব!’ তৃণমূল কর্মী-সমর্থকদের হুমকি বিজেপি নেতার

পঞ্চায়েত ভোট যত কাছে এগিয়ে আসছে, গরম যত বাড়ছে, ততই রাজনৈতিক নেতাদের তপ্ত বাক্য ব্যবহারের বহরও বাড়ছে। শাসক তৃণমূল বা বিরোধী বিজেপি, কেউ বাদ যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পথসভা থেকে শাসকদলের কর্মী-সমর্থকদের হুমকি দিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

শনিবার গাইঘাটার পাঁচপোতায় বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথসভা ছিল। সেই পথসভায় রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,’তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে রাখুন। এবার ভোটের দিন আপনারা হেঁটে হেঁটে বুথে যাবেন কিন্তু খাটে করে আপনাদের বুথ থেকে ফেরত পাঠাব। কোনও দাদা-বাবা বাঁচাতে পারবে না। মা বোনদের বলছি, ঠাকুরের অস্ত্র রাখুন, প্রয়োজন হলে প্রতিরোধ গড়বেন। কোনও তৃণমূলের গুন্ডাদের ছেড়ে দেবেন না, যা হবার হবে, আমরা আপনাদের সঙ্গে আছি।’

একই সুর শোনা যায় অন্যদিকে, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক দিলীপ মুহুরি গলাতেও। তিনি বলেন, ‘হাঁসখালি ছোট ব্রিজের তলায় তৃণমূল কংগ্রেসের মস্তানদের এক একটি নিথর দেহ পড়ে থাকবে।’

পঞ্চায়েত ভোটে ভারডুবি হবে বলেই বিজেপি এই ধরনের কথা বলছে বলে মন্তব্য করেছে শাসকদল। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘ওরা পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতেই পারবে না। এই ধরনের কথা আমরা যতদূর সহ্য করতে পারব ততদিন করব। না হলে প্রশাসন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’