East Bengal Coach Stephen Constantine Complaints About Multiple Things Before Super Cup Start


কলকাতা: সরকারিভাবে এখনও তিনিই ইস্টবেঙ্গল কোচ (East Bengal)। তবে এ মরসুম শেষে স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) যে চাকরি যাচ্ছে, তা মোটামুটি নিশ্চিত। চাকরি যাওয়ার আগে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন টুর্নামেন্টের ফর্ম্যাট, সবকিছু নিয়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন লাল হলুদের ব্রিটিশ কোচ।

সময়ের অপচয়!

আজ, রবিবার ৯ এপ্রিল সুপার কাপে ইস্টবেঙ্গল ওড়িশা এফসির (East Bengal vs Odisha FC) মুখোমুখি হচ্ছে। সুপার কাপই সম্ভবত কনস্ট্যান্টাইনের লাল হলুদ কোচ হিসাবে শেষ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে মাঠে নামার আগে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমাকে দু’ঘণ্টা গাড়িতে করে এখানে এসে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে। ফিরতে আরও দু’ঘণ্টা সময় লাগবে। এরপর অনুশীলন করাতে যাব। সেখানে গাড়িতে যেতেও আরও এক ঘণ্টা। আমার মনে হয় এটা পুরোপুরি সময়ের অপচয়।’ 

সুপার কাপে ইস্টবেঙ্গলের গ্রুপে ওড়িশা বাদেও আই লিগের দল আইজল এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। কনস্ট্যান্টাইন প্রথমেই আইজলকে টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন করার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি গ্রুপ পর্ব থেকে ইস্টবেঙ্গল যে পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করতে বদ্ধপরিকর, সেই বিষয়টাও স্পষ্ট করে দেন কনস্ট্যান্টাইন। তবে সুপার কাপের বর্তমান ফর্ম্যাটটা ইস্টবেঙ্গল

োচের একেবারেই পছন্দ নয়।

ফর্ম্যাট নিয়ে ক্ষোভ

কনস্ট্যান্টাইন এই বিষয় বলেন, ‘সুপার কাপে আইএস এবং আইলিগের সব দলের খেলা উচিত এবং সেটা একটি নির্দিষ্ট সময় নয়, গোটা বছর ধরেই আয়োজন করা উচিত। আর এই টুর্নামেন্টে তিনটি করে ম্যাচ খেলতে হবে আমাদের। এর কোনও মানেই হয় না। এটি নক আউট টুর্নামেন্ট হওয়া উচিত। কাপ টুর্নামেন্ট তো নক আউটই হয়। তাহলে সুপার কাপ নক আউট ফর্ম্যাটে আয়োজন করতে সমস্যা কোথায়? আমার মতে টুর্নামেন্ট আইএসএল চলাকালীনই হওয়া উচিত। এই টুর্নামেন্টটা পরে আলাদাভাবে আয়োজন করে কেবল এএফসিকে দেখানো হচ্ছে যে ভারতের ফুটবল মরসুমের সময়কাল বেড়েছে।’

রবিবারের প্রতিপক্ষ ওড়িশার বিরুদ্ধে এবারের আইএসএলে একবারও জিততে পারেনি লাল-হলুদ। তবে সেই হতাশা কাটিয়ে ইস্টবেঙ্গল এবার অবশেষে জিততে পারবে বলে আশাবাদী কোচ কনস্ট্যান্টাইন। ‘আমাদের প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল (২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। আর দ্বিতীয় ম্যাচে অনন্ত ড্র তো করতেই পারতাম। তবে আশা করছি রবিবার আমরা কাঙ্খিত ফলাফল পাব।’ বলেন ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন: নিসের বিরুদ্ধে জ্বলে উঠলেন মেসি, রোনাল্ডোর রেকর্ড ভেঙে গড়লেন ইতিহাস