Transferring money to PO, PPF, SSY: ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস, PPF, সুকন্যা সমৃদ্ধিতে সরাসরি পাঠানো যাবে টাকা, কীভাবে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এবার সরাসরি পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। সেজন্য কোনও উপভোক্তার নাম যোগ করতে হবে না। একইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন উপভোক্তারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার বা উলটো কাজের জন্য NEFT এবং RTGS ব্যবহার করতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে শুধুমাত্র NEFT ব্যবহার করা যাবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উপভোক্তার নাম যোগ করে বা না করেও অনলাইনে টাকা জমা দেওয়া যাবে।

PPF বা SSY অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?

  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে যদি আগের বছরের ডিফল্ট লেনদেন থাকা যাবে না। যদি সেরকম ডিফল্ট লেনদেন থাকে, তাহলে নিকটবর্তী পোস্ট অফিসে সেই টাকা জমা দিতে হবে।
  • যদি পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিওর হয়ে যায়, তাহলে ম্যাচিওরিটি তারিখের এক বছরের মধ্যে পাসবুক ও ফর্ম-সহ পোস্ট অফিসে জমা দিতে হবে।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে যে অর্থ ট্রান্সফার করা হবে, তা ৫০-র গুণিতকে হতে হবে। 
  • কোনও অর্থবর্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সর্বাধিক ১.৫ লাখ টাকা পাঠানো যাবে।

আরও পড়ুন: PPF trick for maximum return: সুদ না বাড়লেও এক চালেই সর্বাধিক রিটার্ন মিলবে PPF-এ! করতে হবে যে কোনও একটি কাজ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে PPF বা SSY বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের পদ্ধতি (উপভোক্তার নাম যোগ না করে)

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিংয়ে লগইন করতে হবে। 
  • ‘Payment/Transfer’ ট্যাবে যেতে হবে। 
  • ‘Quick Transfer (without beneficiary)’ সিলেক্ট করতে হবে। 
  • উপভোক্তার নাম দিতে হবে। 
  • উপভোক্তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। ফের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নম্বর দিতে হবে উপভোক্তাকে।
  • পেমেন্ট অপশন থেকে ‘Inter Bank Transfer’ বেছে নিতে হবে।
  • IFSC Code (আইএফএসসি কোড) IPOS0000DOP দিতে হবে।
  • লেনদেনের মাধ্যম হিসেবে ‘NEFT’ বেছে নিতে হবে। কত টাকা ট্রান্সফার করতে হবে, তা লিখতে হবে উপভোক্তাদের। 
  • ‘Terms and Conditions’ ক্লিক করতে হবে। 
  • ‘Submit’-এ ক্লিক করতে হবে। তারপর ‘Confirm’-এ ক্লিক করতে হবে। 
  • ‘OTP’ দিতে হবে। তারপর ‘Confirm’-এ ক্লিক করতে হবে। 
  • যদি প্রয়োজন হয়, তাহলে ‘Print’-এ ক্লিক করতে হবে।
  • তারপর লগ-আউট করতে হবে। টাকা কেটে নিয়ে অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বলে মেসেজও আসবে।

আরও পড়ুন: PPF Account Maturity Tips: ম্যাচিওরিটির পর কোনও পয়সা না দিয়ে PPF অ্যাকাউন্টে টাকা রাখবেন? আদৌও লাভ হবে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে PPF বা SSY বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের পদ্ধতি (উপভোক্তার নাম যোগ করে)

  • নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিংয়ে লগইন করুন
  • ‘Payment/Transfer’ ট্যাবে যান।
  • ‘Add and Manage Beneficiary’ সিলেক্ট করুন।
  • ‘Other Bank Beneficiary’ সিলেক্ট করুন।
  • উপভোক্তার নাম দিতে হবে।
  • পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নম্বর বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। ফের পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নম্বর দিতে হবে উপভোক্তাকে।
  • IFSC Code (আইএফএসসি কোড) IPOS0000DOP দিতে হবে।
  • ‘Terms and Conditions’ ক্লিক করুন।
  • ‘Submit’-এ ক্লিক করুন। তারপর ‘Confirm’-এ ক্লিক করুন।
  • ‘OTP’ দিতে হবে। তারপর ‘Confirm’-এ ক্লিক করুন।

উপভোক্তার নাম যুক্ত করার পর কীভাবে অর্থ ট্রান্সফার করতে হবে?

  • ‘Payment/Transfer’ ট্যাবে যান। 
  • ‘Quick Transfer (without beneficiary)’ সিলেক্ট করতে হবে। 
  • ‘Other Bank Beneficiary’ সিলেক্ট করুন। 
  • উপভোক্তার নাম দিন। 
  • পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের জন্য NEFT/RTGS সিলেক্ট করুন এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের ক্ষেত্রে NEFT করুন। 
  • ‘Proceed’-এ ক্লিক করুন। 
  • ‘Deposit/Investment’ সিলেক্ট করতে হবে। উপভোক্তা বেছে নিন।
  • ‘Terms and Conditions’-এ ক্লিক করুন। 
  • ‘Submit’-এ ক্লিক করুন। তারপর ‘Confirm’-এ ক্লিক করুন। 
  • ‘OTP’ দিয়ে দিন। তারপর ‘Confirm’-এ ক্লিক করুন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)