IPL 2023 KKR Opener Litton Das Ready For Debut Jason Roy Is Available To Play Against GT


আমদাবাদ: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরের শক্তি বাড়িয়ে চলে এসেছেন জেসন রয়। ইংল্যান্ডের এই তারকা ওপেনার সরাসরি আমদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাওয়ার প্লে-তে বিস্ফোরক ব্যাটার হিসেবে খেলার ক্ষমতা রাখেন রয়। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম গুজরাতের হোম গ্রাউন্ড। আজকের ম্যাচেই কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে জেসন রয়ের। শনিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংল্যান্ডের ওপেনার। অনুশীলনেও নেমেছিলেন। এবার গুজরাত ম্যাচে নামার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। 

তবে রয় যদি একান্তই খেলেন, তবে একাদশে কাকে বসানো হবে। কারণ ৪ বিদেশির বেশি খেলানো যাবে না। সেক্ষেত্রে কেকেআরের চার বিদেশ আগের ম্যাচে খেলেছেন রাসেল, নারাইন, সাউদি ও রহমনউল্লাহ গুরবাজ। এই চার জনের মধ্যে সাউদি ছাড়া আগের ম্যাচে প্রত্যেকেই মোটামুটি ভাল পারফর্ম করেছেন। তাই রয় খেললে সাউদিকেই বসতে হবে প্রথম একাদশের বাইরে। 

লিটন যোগ দিচ্ছেন কবে কেকেআর শিবিরে?

বহু টালবাহানার পর শাকিব আল হাসান (Shakib Al Hasan) জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলে (IPL 2023) খেলবেন না। টুর্নামেন্ট শুরু হওয়ার পর শাকিব সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাকিবের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে ইংল্যান্ডের জেসন রয়কে (Jason Roy)। যিনি শনিবারই আমদাবাদে গিয়

ে নাইট শিবিরে যোগ দিলেন।

দেশের মাটিতে আয়ার্ল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছিলেন লিটন। ৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল ম্যাচ। তবে শনিবার, ম্যাচের চতুর্থ দিনই খেলার ফয়সালা হয়ে যায়। বাংলাদেশ ৭ উইকেটে হারিয়ে দেয় আইরিশদের। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে, তাহলে কি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিটনকে পেয়ে যাবে কেকেআর? শনিবারই কি ঢাকা থেকে আমদাবাদ পৌঁছে যাবেন লিটন?

যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেকেআর। নাইট শিবির থেকে বলা হয়েছে, রবিবার হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ বিকেলে। তাই লিটনের পক্ষে দলের সঙ্গে যোগ দিয়ে ম্যাচে নেমে পড়া কার্যত অসম্ভব। তাই আমদাবাদে যাচ্ছেন না লিটন। তিনি ঢাকা থেকে একেবারে কলকাতায় পৌঁছে যাচ্ছেন। এবং সেটা গুজরাত টাইটান্স ম্যাচের দিনই। রবিবার কলকাতায় এসে যাবেন লিটন। ১৪ এপ্রিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পরের ম্যাচ খেলবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে লিটনকে পাওয়া যাবে বলে জানিয়েছে কেকেআর।