IPL 2023: RCB Virat Kohli Half Century In 35 Balls Against LSG


বেঙ্গালুরু: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁর ব্যাটে রান দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কানায় কানায় উপচে পড়েছিল গ্যালারি। কিন্তু হতাশ করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৮ বলে মাত্র ২১ রান করে ফেরেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বোলারদের বিরুদ্ধে তার পরেই বিপর্যয় হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০৫ রান তাড়া করতে নেমে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে যায় আরসিবি (RCB)।

সেই আক্ষেপ যেন সুদে আসলে মিটিয়ে নিলেন বিরাট কোহলি। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (RCB vs LSG) ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন। ফাফ ডুপ্লেসির সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন কোহলি। মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কিংগ কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে ফেরেন কোহলি। অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রর বলে। ততক্ষণে অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে যে, লখনউয়ের বিরুদ্ধে বড় রান তুলবে আরসিবি।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ব্যাটিং ভরাডুবি হয়েছিল। সুনীল নারাইন-বরুণ চক্রবর্তীদের বিরুদ্ধে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই আক্ষেপ যেন সুদে আসলে মিটিয়ে নিলেন আরসিবি ব্যাটাররা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে রানের পাহাড়ে আরসিবি। ইনিংস ওপেন করতে নেমে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। তিন নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েলও হাফসেঞ্চুরি করলেন। ২০ ওভারে আরসিবি তুলল ২১২/২।

লখনউ বোলারদের বিরুদ্ধে ১৫টি ছক্কা ও ১২টি চার মেরেছেন আরসিবির ব্যাটাররা। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে, ব্য়াট হাতে কোহলিদের দাপট ঠিক কতটা ছিল। মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে আউট হন তিনি। তিনি মেরেছেন ৪টি চার ও ৪টি ছক্কা। ২৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন গ্লেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ব্যাটিং করার দক্ষতার জন্য ক্রিকেট বিশ্বে যাঁর নামকরণই হয়ে গিয়েছে ম্যাড ম্যাক্স। আর নিজের দিনে কী করতে পারেন, সোমবার তার ঝলক দেখালেন অস্ট্রেলীয় তারকা। শেষ পর্যন্ত ২৯ বলে ৫৯ রান করে ফেরেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত ছিল

ন অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

লখনউ বোলারদের মধ্যে একমাত্র মার্কউড রানের গতি কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। ৪ ওভারে ১টি মেডেন সহ ৩২ রানে ১ উইকেট নেন ইংরেজ পেসার। ২ ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট অমিত মিশ্রর।

আরও পড়ুন: শেষের আগে শেষ নয়, রিঙ্কুর তাণ্ডব দেখে মুগ্ধ সচিন, উচ্ছ্বসিত বীরুও