ফরাসি আল্পসে তুষারধসে মৃত চার, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ-র কাছে তুষারধস। এখনও উদ্ধারকাজ চলছে। মৃতদেহ শনাক্ত হয়নি। লম্বা সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গিয়েছিলেন ফরাসি আল্পসে। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁ ব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আল্পসে স্কি করতে যান। রবিবারও তেমনই বহু মানুষ স্কি করতে উপরে গিয়েছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা।

তুষারধস নামে আহমস হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। ধস নামা থামার পর দ্রুত সেখানে দুইটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে উপরে পাঠানো হয়। এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাঁদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকাজ এখনও থামেনি বলে জানা গিয়েছে। প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞদের বক্তব্য, হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং সে কারণেই এটি একটি নাম করা পর্যটন কেন্দ্র। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।