Howrah-Shibpur IC Changed: হাওড়া ও শিবপুর থানার দায়িত্বে নতুন আইসি, রদবদলের নেপথ্য কারণ কী?‌

রামনবমীর মিছিল এবং হামলার ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য–রাজনীতি। আর তা নিয়ে হাওড়ার একাধিক এলাকায় অশান্তি ছড়ানোর ঘটনা ঘটেছিল। আর তার পরই এবার হাওড়া ও শিবপুর থানার আইসি বদল করা হল। সরানো হল হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে। অপসারিত করা হয়েছে শিবপুর থানার আইসি অরূপ কুমার রায়কেও। সোমবার রাতে হাওড়ার এই দুই থানা এলাকাতেই পুলিশে রদবদল করল রাজ্য সরকার।

তাহলে কে, কোথায় গেলেন?‌ হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট ইনস্পেক্টর করে। আর চন্দননগর কমিশনারেটের আইবি থেকে সন্দীপ পাখিরাকে আনা হয়েছে হাওড়া থানার দায়িত্ব দিয়ে। ঝাড়গ্রাম থেকে শিবপুর থানার দায়িত্বে আনা হয়েছে অভিজিৎ চট্টোপাধ্যায়কে। সেখানে শিবপুরের দায়িত্বে ছিলেন অনুপ কুমার রায়। তাঁকে রাজ্য পুলিশের আইবিতে পাঠানো হয়েছে বলে খবর। এই রদবদলে হাওড়া এবং শিবপুরে আরও কঠোর হবে আইনশৃঙ্খলা বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ হাওড়া এবং শিবপুর থানার আইসি বদলের পাশাপাশি আর একটা বদলও হয়েছে। বদল করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার এসপিকেও। বিশপ সরকারকে সরিয়ে সেখানে আনা হল যশপ্রীত সিংকে। সূত্রের খবর, ইসলামপুরে ইদানিং খুন, বোমাবাজি থেকে শুরু করে ব্যাপক গণ্ডগোলের ঘটনা ঘটেই চলেছে। যার জন্য এলাকায় শান্তি বজায় রাখতে বিধায়ক আবদুল করিম চৌধুরীকে টেলিফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই পরিবর্তন হওয়ারই ছিল। কারণ বিধায়ক আগের পুলিশ সুপারকে নিয়ে খুশি ছিলেন না। সে কথা তিনি জানিয়ে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে।

হাওড়া–শিবপুরে আইসি বদলের নেপথ্য কারণ কী?‌ এই দুই জায়গায় রামনবমী উপলক্ষ্যে যে অশান্তি হয়েছিল তার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তখন তিনি বলেছিলেন, ‘‌যখন প্রচুর লোক ঢুকে গিয়েছে, তখন পুলিশ গুলি চালালে যে কারও মাথায় লাগতে পারত। ফলে কিল খেয়ে কিল হজম করতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা আটকাতে পেরেছি। এখানে হল না। এই জায়গায় অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে, স্বীকার করছি। যা পদক্ষেপ করার করব।’‌ এবার পদক্ষেপ করা হল হাওড়া–শিবপুরের ক্ষেত্রে। তবে রিষড়ার ক্ষেত্রে পৃথক সার্কেল তৈরি করা হয়েছে। রিষড়া থানাকে কেন্দ্র করে ওই সার্কেলের দায়িত্ব দেওয়া হয় প্রবীর দত্তকে। আগে তিনি রিষড়া থানার ওসি ছিলেন।