Anemia Test in 30 secs: ৩০ সেকেন্ডেই এবার অ্যানিমিয়া পরীক্ষা, লাগবে ১ টাকা! কীভাবে হবে নয়া অ্যাপে

রক্তাল্পতা কিংবা অ্যানিমিয়া মারাত্মক বড় রোগ হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। মহিলারা মূলত এই রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি পুরুষ রোগীর সংখ্যাও কম নয়। তবে হাতের কাছেই এবার সমাধান। মাত্র ৩০ সেকেন্ডে স্মার্টফোনেই বোঝা যাবে রক্তাল্পতা আছে কিনা। ফোনই জানিয়ে দেবে আপনি বা আপনার পরিবারের কেউ রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন কিনা। রক্তে হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকার পরিমাণ ঠিকঠাক আছে কিনা বাড়ি বসে জানতে খরচ হবে মাত্র ১ টাকা। আর এই অসাধ্য সাধন করেছেন আইআইটি খড়গপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক সুমন চক্রবর্তী।

আরও পড়ুন: রতন টাটার সঙ্গেও ব্যবসা করেছেন ইনি, রোহিকা মিস্ত্রির আসল পরিচয় জানলে অবাক হবেন

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা বড় বিপদ থেকে, রেডিয়ো ব্যবস্থায় গোলযোগ সূর্যের তীব্র বিকিরণে

সম্প্রতি অধ্যাপক সুমন আবিষ্কার করেছেন ‘হিমো অ্যাপ’ (Hemo App)। এই অ্যাপ স্মার্টফোনে থাকলেই জানা যাবে আপনি বা আপনার পরিবারের কেউ রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন কিনা। এজন্য মাত্র ১ বা ২ টাকা দিয়ে কিনতে হবে একটি ফিল্টার পেপার। ইতিমধ্যেই আমেরিকার কেমিক্যাল সোসাইটির জার্নালে এই প্রযুক্তিকে স্থান দেওয়া হয়েছে। কিছু দিনে গুগল প্লে স্টোরেও অ্যাপটি এসে যাবে বলে আশাবাদী আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশাল নক্ষত্রের ভাঙা টুকরো দেখা দিল নাসার টেলিস্কোপে! নয়া মোড় মহাকাশ গবেষণায়

আরও পড়ুন: কোভিডের উৎস কোথায়? হাতে এল টাটকা প্রমাণ, ‘নেচার’-এর গবেষণায় তুমুল আলোড়ন

প্রসঙ্গত, ভারতে প্রায় ৬৫ শতাংশ শিশু (৫ বছরের নিচে) জন্মের পর রক্তাল্পতা বা হিমোগ্লোবিনের অভাবে ভোগে। মহিলাদের মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ এই রোগে ভোগেন । এর ফলে, শিশু, মহিলা থেকে প্রসূতিদের নানা শারীরিক সমস্যা দেখা দেয়।  হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা করতে সাধারণত ৩০০-৪০০ টাকা খরচ হয়ে যায়। কিন্তু, হিমো অ্যাপে মাত্র ১-২ টাকা খরচ করলেই জানা যায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক আছে কিনা। তবে এর জন্য শুধু বাড়িতে থাকতে হবে লিকুইড গ্লিসারিন।

অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, ওই ফিল্টার পেপার গ্লিসারিনে ভিজিয়ে নিতে হবে। এরপর, মাত্র এক ফোঁটা রক্ত ফিল্টার পেপারে ফেলতে হবে। ২-৩ সেকেন্ড পর ফিল্টার পেপারের ওপর থাকা রক্তের ছবি ফোনের ক্যামেরা দিয়ে তুলে নিতে হবে। তারপর, ছবিটি হিমো অ্যাপে আপলোড করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাপ বলে দেবে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা।

সম্প্রতি, ‘ইনফোসিস পুরস্কার ২০২২’ এ ভূষিত এই বাঙালি বিজ্ঞানী জানান, গ্লিসারিনে ভেজানো ফিল্টার পেপারে রক্তের ফোঁটা ফেললেই তা নির্দিষ্ট আকার ধারণ করে। রক্তের সান্দ্র প্রকৃতি (আঠালো বা জমাটি ভাব) কম হলে তা আঙ্গুলের ছাপের মতো আকার ধারণ করবে। অন্য দিকে, সান্দ্র প্রকৃতি বেশি হলে তা গোল আকারে ছড়াতে থাকবে। এই ছবি অ্যাপে আপলোড করলে সঙ্গে সঙ্গে, অ্যাপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষার সঠিক ফলাফল জানিয়ে দেবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup