Its Going Well, Excited For Next Two Months Of Action: Steve Smith On Preparation For WTC Final Against India


সিডনি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। আগামী ৭ জুন ওভালে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে নিজেকে চূড়়ান্ত প্রস্তুতির মধ্যে রেখেছেন স্টিভ স্মিথ (Steve Smith)। তারকা অজি ব্যাটার ফাইনালে নামার আগে বেশ উত্তেজিত। প্রস্তুতিতে যাতে সমস্যা না হয়, তার জন্য আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ। 

কী বলছেন স্মিথ?

ভারত সফরে টেস্ট সিরিজে স্মিথের নেতৃত্বেই খেলেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল ২-১ ব্য়বধানে সিরিজে জিতে যায়। অন্যদিকে ওয়ান ডে সিরিজে যদিও অজিরা হেরে যায়। স্মিথ বলছেন, ”আইপিএল খেলছি না। কিছুদিনের বিরতি নিয়েছিলাম। ফের প্রস্তুতিতে ফিরছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার জন্য উত্তেজিত হয়ে রয়েছি। মাঠে নামার আগে নিজেকে চূড়ান্ত প্রস্তুতিতে রাখতে চাই। টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল। এই ফর্ম্যাটই ক্রিকেটের আসল ফর্ম্যাট। তাই নিজের ১০০ শতাংশ দিতে চাই।”

চলতি টি-টোয়েন্টি চ্যাম্পয়নশিপ ষষ্ঠ সর্বাধিক রান সংগ্রাহক স্মিথ। তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। গ়ড় পঞ্চাশের ওপর। সর্বোচ্চ ২০০ অপরাজিত। মার্নাস লাবুশেন (১৫০৯ রান) ও উসমান খাওয়াজা (১৬০৮)-র পর তৃতীয় অজি ব্য়াটার হিসেবে রান সংগ্রাহকদের তালিকায় তৃ

ীয় স্থানে রয়েছেন স্মিথ।

মাঁকড় আউটের প্রচেষ্টা

আরসিবি বোলার হর্ষল পটেল (Harshal Patel) ইনিংসের শেষ বলে রবি বিষ্ণোইকে মাঁকড় আউট করার চেষ্টা করেন। শেষ বলে লখনউয়ের জয়ের জন্য এক রানই প্রয়োজন, কিন্তু হাতে এক উইকেটই অবশিষ্ট ছিল। এমন পরিস্থিতিতে হর্ষলের বল করার আগেই বিষ্ণোই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এমন অবস্থায় হর্ষল নন-স্ট্রাইকারের দিকের উইকেট ভাঙতে পারলেই ম্যাচ ড্র হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত হর্ষল তা পারেননি। হর্ষলকে পুনরায় ওই বলটি করতে হয় এবং আবেশ একটি বাই রান নিয়ে লখনউকে ম্যাচ জিতিয়ে দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ব্যাটারদের আগেভাগে ক্রিজ ছাড়া আটকানোর জন্য সিএসকে অলরাউন্ডার তথা ইংল্যান্ড তারকা বেন স্টোকস (Ben Stokes) এক নতুন প্রস্তাব পেশ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্টোকস লেখেন, ‘আগেভাগে কেউ যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বাড়তি সুবিধা লাভের চেষ্টা করেন, তাহলে ব্যাটিং দলকে ছয় রানের পেনাল্ট দিলে কেমন হয়? কোনও ঝুটঝামেলা বাদে তাহলে ব্যাটারের কাজ বন্ধ হয়ে যাবে।