৫ বছর ধরে বকেয়া বেতন, মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে কম্পিউটার শিক্ষকরা

মাথার ওপর গনগনে সূর্য। পায়ের তলায় রাস্তার পিচ যেন জ্বলন্ত লাভা। তবু ভরদুপুরে কালীঘাটের রাস্তায় বসে তাঁরা। কারণ, ৫ বছর তাঁদের বেতন দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার কম্পিউটার শিক্ষকদের টেনে হিঁচড়ে সরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির পথ পরিষ্কার করল পুলিশ।

এদিন দুপুরে কালীঘাট ফায়ার স্টেশনের সামনে জড়ো হন স্কল ইন্ডিয়ার কম্পিউটার শিক্ষকরা। তাঁদের দাবি, রাজ্য সরকারের একাধিক প্রকল্পে কাজ করেছেন তাঁরা। কন্যাশ্রী প্রকল্পের অধীনে গ্রামের ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু ৫ বছর ধরে বেতন পাননি তাঁরা। হঠাৎই মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে স্লোগান দিতে দিতে তাঁরা এগোতে থাকেন।

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে ব্যারিকেড করে তাদের আটকায় পুলিশ। এর পর রাস্তার ওপরেই বসে পড়েন আন্দোলনকারীরা। আগাম খবর না থাকায় সেখানে পুলিশি বন্দোবস্ত ছিল কম। মিনিট দশেকের মধ্যে মহিলা পুলিশসহ বাহিনী পৌঁছয় সেখানে। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরায় তারা। আন্দোলনকারীদের অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, হকের টাকা আদায় করেই ছাড়ব।