না পসন্দ জেলা কমিটি, সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে গেলেন তৃণমূল সাংসদ

সাগরদিঘিতে ভরাডুবির পর মুর্শিদাবাদে দলীয় নেতৃত্বকে একজোট হয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়ো কনফারেন্সিংয়ে বৈঠক করে সেকথা স্পষ্ট করে বুঝিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের অন্যতম দুর্বল জায়গা মুর্শিদাবাদে তৃণমূলে গোষ্ঠীর কোন্দল থামার নাম নেই। এবার জেলা কমিটি মনমতো না হওয়ায় সাংবাদিক বৈঠক ছেড়ে চলে গেলেন সাংসদ আবু তাহের। সাংদের আচরণে চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে তারা।

বুধবার বেলা সাড়ে ১১টায় তৃণমূলের মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটি ঘোষণার কথা ছিল। রাজ্য কমিটির তরফে পাঠানো সদস্যদের তালিকা পড়ে শোনানোর কথা ছিল জেলা সভাপতির। সেজন্য আগেই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন জেলা সভাপতি শাওনী সিংহরায়। সাংবাদিক বৈঠকে হাজির থাকার কথা ছিল স্থানীয় সাংসদ আবু তাহের খানের। সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ আগে নবগঠিত জেলা কমিটির সদস্যদের নামের তালিকায় চোখ বোলান আবু তাহের। এর পর সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি। বেরনোর সময় বলেন, আমাকে না জানিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। সাংসদ বেরিয়ে যাওয়ার পরে জেলা সভাপতি রাজ্য কমিটির পাঠানো তালিকা পড়ে শোনান।

আবু তাহেরের সাংবাদি বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ যদিও এড়াতে পারেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন শাওনী। এর পর বলেন, বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাব।

১২ বছর আগে রাজ্যে ক্ষমতায় এলেও তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ দখল করেছে বছর কয়েক আগে। কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদে এখনো তৃণমূলের গোষ্ঠীকোন্দল রাজ্য নেতৃত্বের কাছে বড় মাথাব্যথা। সেই উৎকণ্ঠা বুধবার আরও একটু বাড়ালেন আবু তাহের।