Panchayat election: বকেয়া কাজ শেষ করার ডেডলাইন দিলেন মুখ্যসচিব, মে মাসেই কি পঞ্চায়েতের দিন ঘোষণা?

দুয়ারের সরকার নিয়ে জেলাশাসক, বিডিও, এসডিওদের প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে দুয়ারে সরকারে কাজ শেষ করার যে সময়সীমা বেঁধে দিলেন, তাতে মনে করা হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই কি পঞ্চায়ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে?

দেড় ঘণ্টার এই বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোনও কাজ না পড়ে থাকে। যে পরিষেবাগুলিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেগুলি ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এই নির্দেশ থেকে মনে করা মে মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে পারে।

সূত্রে খবর, দুয়ারে সরকার শুরু হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়নি। সেই অভিযোগগুলির যাতে দ্রুত নিষ্পত্তি করা তেমনই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

১ এপ্রিল থেকে দুয়ারে সরকার শিবির। ২০ এপ্রিল এই শিবির শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

সূত্রের খবর, আগামী ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে একটি রিভিউ বৈঠক করবেন। সেই বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে দুয়ারে সরকারের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে ই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।