World Parkinson’s Day: কম বয়সিদেরও হতে পারে পারকিনসনস ডিজিজ, কোন কোন লক্ষণ দেখে সাবধান হবেন আজই

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। এর মধ্যে একটি বড় রোগ হলো পারকিনসনস ডিজিজ। এটি একটি স্নায়ুঘটিত সমস্যা। তবে শুধু বয়স্কদেরই এ রোগ হয়, তা কিন্তু নয়। অনেক কম বয়সীদের মধ্যেও এই রোগের লক্ষণ দেখা দিতে পারে। এমনকী ৫০ বছর বয়সে পৌঁছানোর আগেও দেখা দিতে পারে পারকিনসনসের বিভিন্ন উপসর্গ। কম বয়সিদের মধ্যে যারা পারকিনসনসে আক্রান্ত হন তাদের মধ্যে প্রথমেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলার মতো লক্ষণগুলি ফুটে ওঠে না।  তবে অন্যান্য বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। এই লক্ষণগুলি দেখে আগেভাগে বোঝা যায় পারকিনসনস ডিজিজ আক্রান্ত হওয়ার আশঙ্কা কতটা। প্রতি বছর ১১ এপ্রিল বিশ্ব পারকিনসনস দিবস পালন করা হয়। চিকিৎসক জেমস পারকিনসনসের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। ১৮১৭ সালে তার একটি বই ‘অ্যান এসে অন শেকিং পালসি’ বেশ জনপ্রিয় হয়েছিল। এই বইয়েই প্রথম পারকিনসনস ডিজিজকে চিহ্নিত করা হয়েছিল।

আরও পড়ুন: ছাত্রীদের জন্য সব স্কুলে ঋতুস্রাব নিয়ে এক নীতি চাই, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: বিরল মৌলের খনির খোঁজ অন্ধ্রে! কোন সোনা হাতে এল এবার? কী বলছেন বিশেষজ্ঞ দল

মুম্বইয়ের অ্যাপোলো হসপিটালের কনসালটেন্ট ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট চিকিৎসক বিশাল চাফালে জানাচ্ছেন পারকিনসনসের বেশ কয়েকটি উপসর্গের কথা। এই উপসর্গগুলি ৫০ বছর বয়সে পৌঁছানোর আগেই দেখা দিতে পারে।

আরও পড়ুন: ৩০ সেকেন্ডেই এবার অ্যানিমিয়া পরীক্ষা, লাগবে ১ টাকা! কীভাবে হবে নয়া অ্যাপে

আরও পড়ুন: সঠিক বিকাশের জন্য শিশুদেরও জরুরি মাসাজ, কেন? জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

  • কাঁপুনি: পারকিনসনস  ডিজিজের একটি বড়সড়ো লক্ষণ হল কাঁপুনি। হাত বা পায়ের যে কোন অংশ এই রোগে অনবরত কাঁপতে থাকে এবং তা সামলানো কঠিন হয়ে পড়ে।
  • ধীর হয়ে যাওয়া: পারকিনসনস  ডিজিসে আক্রান্ত ব্যক্তির গতিবিধি ধীর হয়ে যায় সহজে দ্রুত চলাচল করতে পারেন না ওই ব্যক্তি
  • পেশি শক্ত হয়ে যাওয়া: পারকিনসনস ডিজিজের আরেকটি বড় লক্ষণ হল হাত পা ঘাড় ইত্যাদি অঙ্গের পেশি শক্ত হয়ে যায়। এর ফলে ওই অঙ্গটি নাড়াচাড়া করা একেবারেই কঠিন হয়ে পড়ে।
  • ভারসাম্য রাখতে পারা: পারকিনসনস ডিজিজে শরীরের ভারসাম্য বজায় রাখা কঠিন। বিশেষ করে হাঁটাচলা বা কোন কাজ করার সময় প্রায়ই ভারসাম্য হারিয়ে ফেলেন আক্রান্ত ব্যক্তি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup