Central Govt Jobs appointment letter: কেন্দ্রীয় সরকারে চাকরি! একলপ্তে ৭১,০০০ নিয়োগপত্র বিলি মোদীর, জোর স্টার্ট-আপেও

‘রোজগার মেলা’-র আওতায় একলপ্তে ৭১,০০০ নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা শিক্ষা মন্ত্রক, রেল মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতরে কাজ করতে চলেছেন। পরিসংখ্যান অনুয়ায়ী, বৃহস্পতিবার যে ‘রোজগার মেলা’-র আয়োজন করা হয়েছে, শিলিগুড়িতে ২২৫ জন প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন। শিয়ালদায় যে ‘রোজগার মেলা’-র আয়োজন করা হয়েছে, তাতে প্রায় ২৫০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তারইমধ্যে স্টার্ট-আপের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ‘রোজগার মেলা’-য় ভার্চুয়ালি মোদী বলেন, ‘বৈশাখীর এই শুভ মুহূর্তে আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগে ৭০,০০০-র বেশি যুবক-যুবতী চাকরি পেলেন।’ সঙ্গে মোদী দাবি করেন, অসম থেকে মহারাষ্ট্র – বিজেপি-শাসিত রাজ্যে দ্রুতগতিতে চাকরি প্রদানের কাজ চলছে। বুধবারই শুধু মধ্যপ্রদেশে ২২,০০০ শিক্ষক চাকরি পেয়েছেন। তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: CRPF-এ বিশাল নিয়োগ! ১.৩০ লক্ষ পদে চাকরি হবে, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

মোদী দাবি করেন, গত কয়েক বছরে বিভিন্ন নয়া ক্ষেত্রেও চাকরি নিয়ে উৎসাহ বেড়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, স্টার্ট-আপের মাধ্যমে ৪০ লাখ প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। সেইসঙ্গে ড্রোন শিল্পের বহরও বাড়ছে বলে দাবি করেন মোদী। ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির (বন্দে ভারত এক্সপ্রেস তৈরি, মোবাইল ফোন তৈরি, প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানি, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের বিষয় তুলে ধরেন মোদী) ‘সাফল্যের’ উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রতিরক্ষা, কৃষি, পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে ড্রোনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তার ফলে প্রচুর যুবক-যুবতী ড্রোন ক্ষেত্রের প্রতি আকৃষ্ট হচ্ছে। ভারতে প্রচুর স্টেডিয়াম তৈরি হওয়ায় সেখানেও কাজের সুযোগ মিলছে বলে জানান মোদী।

আরও পড়ুন: Bengali Silicon Valley: জমি পেয়েছে রিলায়েন্স, আদানি, টাটা! ২০২৫ নাগাদ বাংলায় আসবে ৫০ হাজার চাকরি

কোন কোন পদে নিয়োগ করা হয়েছে?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা নিয়োগপত্র পেয়েছেন, তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে (ট্রেনের ম্যানেজার, স্টেশন মাস্টার, সিনিয়ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিসটেন্ট, ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, জেই/সুপারভাইজার, অ্যাসিসট্যান্ট প্রফেসর, শিক্ষক, লাইব্রেরিয়ান, নার্স, প্রবেশনারি অফিসার, পার্সোনাল অ্যাসিসটেন্টের মতো পদ) কাজ করবেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)