ইন্দোনেশিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার উত্তরে সমুদ্রে ৭ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪ টা ৫৫ মিনিটে (০৯৫৫ জিএমটি) শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, ৫৯৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র শনাক্ত হয়েছে। সুনামির আশঙ্কা নেই। 

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। এই রিং অব ফায়ার জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত।

এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবারের ভূমিকম্পটি সুরাবায়া শহরের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। এটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় জনবহুল শহর। এখানে ২০ লাখের বেশি মানুষের বসবাস। জাভা দ্বীপের একটি বড় অংশ এবং বালি দ্বীপ পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।

ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক বলেছেন, সুরাবায়াতে কম্পন খুব কম অনুভূত হয়েছে। কিছু কিছু স্থানে বিদ্যুতের বাতি দুলেছে। 

২০২২ সালের নভেম্বরে পশ্চিম জাভা প্রদেশে একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬০২ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ৩ এপ্রিল সুমাত্রা দ্বীপের ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বাড়িঘর কেঁপে উঠায় স্থানীয়রা আতঙ্কিত হলেও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।