Kolkata Knight Riders Have Chance To Go On Top Of IPL 2023 Standings As They Face Sunrisers Hyderabad


কলকাতা: ইডেন গার্ডেন্সে আজ টুর্নামেন্টের ১৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) মহারণ। বাঙালি নববর্ষের পূর্বে ফের একবার ইডেনে দর্শকরা ভিড় জমাবেন বলে আশা করাই যায়। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে কেকেআরের হয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন রিঙ্কু সিংহ। পাঁচ ছক্কায় হয়েছিলেন কেকেআরের নায়ক। নাগাড়ে দুই ম্য়াচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নাইটদের সামনে আজ উমরন মালিকদের চ্যালেঞ্জ। 

ইডেনে খেলতে নামছে কেকেআর

নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হলেও, সানরাইজার্স গত ম্যাচে পাঞ্জাব কিংসকে দাপটের সঙ্গে হারিয়ে জয়ের সরণীতে ফিরেছে। অপরদিকে, আরসিবি এবং গুজরাতের বিরুদ্ধে ম্যাচগুলিতে একসময় প্রবল চাপে থাকলেও, অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে নাইট শিবির। দুই দলের সামনেই আজ নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা চ্যালেঞ্জ। নাইটরা তৃতীয় ম্যাচ জিততে পারবে না, উমরন মালিক বল হাতে ইডেনে ঝড় তুলবেন, এখন সেটাই দেখার বিষয়। আজকের ম্যাচ জিতলে কিন্তু কেকেআরের সামনে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোরও হাতছান

রয়েছে।

পরিবেশ

বৈশাখের আগমনের প্রাক্কালেই প্রবল দাবদাহে কাপছে গোটা বাংলা। আজকেও তিলোত্তমার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে ম্যাচের সময় সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা কমবে বটে। তবে তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৪২-র মধ্যেই থাকবে। ম্যাচ চলাকালীন বাতাসে আর্দ্রতাও যথেষ্ট পরিমানে থাকবে।

কবে খেলা

আজ ১৪ এপ্রিল, শুক্রবার কেকেআর ও সানরাইজার্স একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে ইডেন গার্ডেন্স, কলকাতায়

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের এই ম্যাচটি

ইডেনে বেল বাজাবেন লারা?

কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছে। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। শোনা গেল, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে যে ছবি দেখা যেতে পারে শুক্রবার সন্ধ্যা ৭.২৫ নাগাদ।

আরও পড়ুন: রাসেলের ছক্কার ঝড়, একের পর এক বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে