‘কিছু মহিলার পুরুষাঙ্গ থাকে’ বিরোধীদের এমন মন্তব্যের জবাব দিলেন ঋষি, জানালের তাঁর সরকারের অবস্থান

রূপান্তরকামী ও লিঙ্গ সাম্য নিয়ে আইন ঘিরে ঝড় ব্রিটেনের রাজনীতিতে।  এই বিতর্কের মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্তব্য করেছেন,’আমি বিশ্বাস করি ১০০ শতাংশ মহিলার পুরুষাঙ্গ নেই’। এর আগে, ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির তরফে কিয়ার স্ট্যামার দাবি করেছিলেন,’৯৯.৯ শতাংশ মহিলাদের নিশ্চিতভাবে পুরুষাঙ্গ থাকে না।’  

ব্রিটেনের রাজনীতি এই মুহূর্তে উত্তাল রয়েছে লিঙ্গ ভিত্তিক পরিচয়ের আইন প্রসঙ্গে। সেখানে এমন এক আইনের পথে চলা হচ্ছে, যেখানে একজন মানুষ যিনি নির্দিষ্ট লিঙ্গের ভিত্তিতে পরিচিত এবং অন্যজন যিনি লিঙ্গ পরিবর্তন করেছেন, তাঁরা লিঙ্গসাম্য় আইনের আওতায় পার্থক্যের জায়গায় আসবেন। তার প্রেক্ষিতে কিয়ার স্ট্যামার বলেন ,’৯৯.৯ শতাংশ মহিলাদের নিশ্চিতভাবে পুরুষাঙ্গা থাকে না।’ যারপর ঋষিকে এই নিয়ে প্রশ্ন করা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে, তাঁর মতে এটি কত শতাংশ? প্রশ্ন শুনে হেসে ফেলেন ঋষি। তারপর তাঁকে বলা হয়, তিনি কি মনে করেন এটা ১০০ শতাংশ? তার উত্তরে সম্মতিসূচক জবাব দেন ঋষি। ঋষি বলেন, যাঁরা লিঙ্গ পরিবর্তন করছেন বা করার কথা বলছেন, তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা, তাঁদের বোঝা, তাঁদের প্রতি সহমর্মিতা থাকাটা প্রয়োজন। তবে ঋষি এও বলেন, ‘কিন্তু যখন মহিলাদের অধিকার, মহিলাদের জায়গা রক্ষা করা কথা আসে, জন্মগত লিঙ্গ পরিচয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

( ‘চিৎকার শুনেই…’ বহুতল হোটেলে ৯ জনকে নিয়ে ভেঙে পড়ল লিফ্ট , আহত একাধিক)

ঋষি সুমাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির সরকার ব্রিটেনে সদ্য ‘লিঙ্গ’ ইস্যুতে আইনি সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব এনেছে। এর সম্পর্কিত সুবিধা বা অসুবিধার দিক কী কী থাকতে পারে, তা জানতে চেয়ে ইতিমধ্যেই ইউকের মহিলা ও সমানাধিকার বিষয়ক মন্ত্রী কেমি ব্যাডেনচ সেদেশের সাম্য ও মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছেন। সেই কমিশনের তরফে কিছু পরামর্শ এসেছে। তা বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সুনাক। তিনি বলছেন, জন্মগত লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভিত্তি পরিচয়ের। সেই জায়গা থেকে মহিলাদের অধিকার ও তাঁদের স্বাস্থ্য, খেলাধুলোর প্রশ্নও এই বিষয়টির সঙ্গে জড়িত। সব মিলিয়ে এই ইস্যুতে তুঙ্গে ব্রিটেনের রাজনীতির পারদ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup