Science latest news: একটাই ব্যাকটেরিয়া, CO2 থেকে বানিয়ে দেবে ভালো প্লাস্টিক! তাক লাগাল নয়া আবিষ্কার

দিন দিন বেড়েই চলেছে পৃথিবীর উষ্ণতা। কার্বন ডাই অক্সাইড গ্যাস ও অন্যান্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণও বেড়ে চলেছে দিন দিন। গত বছর বিভিন্ন শক্তি উৎপাদন কেন্দ্রে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়েছিল অনেকটাই। তবে বিভিন্ন দেশের সরকার ইতিমধ্যেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। কয়লা ও তেলের ব্যবহারে একদিকে যেমন বাড়ছে অন্যদিকে বাড়ছে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার । বিভিন্ন ক্ষেত্রে পরিবেশবান্ধব বিদ্যুৎ দিয়ে উৎপাদনে গতি আনা হচ্ছে। তবে তার পরিমাণ খুবই সামান্য। এর জন্যই সারা বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বেশ চিন্তায়। কার্বনডাই-অক্সাইডের উত্তরোত্তর বৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে তারপর তাবড় তাবড়  বিজ্ঞানীদের। 

আরও পড়ুন: ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, সব রাখে কবজায়, এই সামান্য বীজের আর কী গুণ জানেন

আরও পড়ুন: গরমে কেমন অন্তর্বাস পরলে ভালো থাকবে পুরুষাঙ্গ? রইল আন্ডারওয়ার কেনার সেরা টিপস

এই জন্য সারা বিশ্বজুড়েই চলছে নানারকম গবেষণা। কীভাবে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমিয়ে অন্যান্য পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানো যায় তারই চেষ্টা হচ্ছে। বিশ্ব জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রে পরিবেশ দূষণকারী শক্তির বিকল্প খোঁজার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: প্রচন্ড গরমে শরীরে জল কমে যাচ্ছে, কিন্তু বুঝবেন কীভাবে? জেনে নিন ৫ লক্ষণ

আরও পড়ুন: ব্যায়াম করতে গিয়ে হঠাৎ টান লেগেছে পেশিতে? ‘রাইস’ নিয়ম জানলেই কমবে ব্যথা

সম্প্রতি এই পরীক্ষাটি এল এক নয় সাফল্য। কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া তৈরি করা গেল। ওই প্রতিষ্ঠানের রসায়নে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা এই বিশেষ প্রোটোটাইপ সিস্টেম তৈরি করেছেন। কী গুণ এই বিশেষ ব্যাকটেরিয়ার? বিজ্ঞানীদের কথায়, ওই ব্যাকটেরিয়ার পক্ষে কার্বন-ডাই-অক্সাইডকে বায়োপ্লাস্টিকে পরিনত করা সম্ভব। এই বায়োপ্লাস্টিক রীতিমতো পরিবেশবান্ধব। এতেই জোড়া সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই নয়া প্রযুক্তি ঠিকমতো কাজে লাগানো গেলে একদিকে যেমন কমানো যাবে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ, অন্যদিকে কমানো যাবে প্লাস্টিকের ব্যবহার। ঘটনাচক্রে পরিবেশ দূষণের আরেক বড় কারণ হল প্লাস্টিকের ব্যবহার। এই প্রযুক্তি সেই পথে অনেকটাই সুরাহা দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup