লিঙ্ক না থাকলেও মিলবে রেশন, আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী, না মেলায় চিঠি সৌগতের

সার্ভার ডাউন, নেটওয়ার্ক সমস্যার জন্য আঙুলের ছাপ মিলছে না– এ সব বলে রেশন দেওয়া বন্ধ করা যাবে না। রাজ্যসভায় আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কিন্তু সেই আশ্বাসের পর কোনও নির্দেশিকা জারি করেনি খাদ্যমন্ত্রক থেকে ফলে সমস্যার সমাধান হয়নি। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে খাদ্যমন্ত্রককে চিঠি লিখলেন তণমূল সাংসদ সৌগত রায়।

গত ৬ এপ্রিল খাদ্য প্রতিমন্ত্রীকে চিঠিটি পাঠিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনি রাজ্যসভার ভাষণে ১৭ মার্চ বলেছিলেন সার্ভার ডাউন থাকলে বা নেটওয়ার্ক সমস্যা জন্য উপভোক্তাকে রেশন থেকে বঞ্চির করা যাবে না। কিন্তু সেই বক্তব্য বাস্তবে কার্যকরী হচ্ছে না।’ তাই খাদ্য প্রতিমন্ত্রীকে তিনি আবেদন করেছেন, অবিলম্বে এই বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে। চিঠি হাতে পেয়ে খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কী তা জানা যায়নি। 

একই দাবি তুলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনও। সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বভর বসু বলেন, ‘নির্দিশিকায় প্রকাশ করলেই যেখানে সমস্যা মিটে যায়, সেখানে এত টালবাহানা করছে কেন কেন্দ্র?’