Tractor Trolley falls: ব্রিজ থেকে ট্রাক্টর পড়ে মৃত্যু ১১ জনের, আহত একাধিক, শোকের ছায়া শাহজাহানপুরে

ব্রিজ থেকে ট্রাক্টর পড়ে গিয়ে ১১ জনের মৃত্যু ঘিরে শোকের ছায়া উত্তর প্রদেশের শাহজাহানপুরে। মুহূর্তে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলা ও একজন পুরুষ।

উত্তর প্রদেশের গররা নদীর উপরের ব্রিজ থেকে আচমকা নিচে পড়ল ট্রাক্টর। তার জেরে মুহূর্তে প্রাণ হারিয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ২ মহিলা ও একজন পুরুষ রয়েছেন। এছাড়াও রয়েছে ৮ জন শিশু। এই মর্মান্তিক ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া। উল্লেখ্য, শনিবার আরও এক দুর্ঘটনায় শোকের ছানা নামে মহারাষ্ট্রে। সেরাজ্যে একটি বাস ভয়ানকভাবে নয়ানজুলিতে পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহতের সংখ্যা ২৯। জানা গিয়েছে পুনে থেকে মুম্বইগামী বাসে চড়ে সফররত ছিলেন ৪০ এর বেশি সওয়ারী। তাঁরাই আচমকা দুর্ঘটনার শিকার হন। এদিকে, মহারাষ্ট্রের ঘটনার পর উত্তর প্রদেশের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনা নিয়ে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য সত্ত্বর উদ্যোগ নিতে বলেছেন। যাতে আহতরা সকলে পর্যাপ্ত সুশ্রুষা পান তার জন্য নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

(নয়ানজুলিতে পড়ে গেল মুম্বইগামী বাস, মৃত্যু ১৩ জনের, আহত ২৯)

জানা গিয়েছে, ট্রাক্টর রে গররা নদীতে জল আনতে যাচ্ছিলেন সওয়ারিরা। উল্লেখ্য, ‘ভগবত কথা’ শীর্ষক এক ধর্মীয় অনুষ্ঠানের জন্য নদী থেকে জল আনতে যাচ্ছিলেন তাঁরা। তখনই ব্রিজ থেকে এই ট্রাক্টর পড়ে যায় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, একটি ট্রাক্টরে ৩০ জন চড়েছিলেন। এদিকে, পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে, কারণ, উদ্ধার কাজ চলছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup