Bus accident: নয়ানজুলিতে পড়ে গেল মুম্বইগামী বাস, মৃত্যু ১৩জনের, আহত ২৯

মহারাষ্ট্রের রায়গড়ে এক ভয়াবহ দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল। মুম্বইগামী একটি বাস নয়ানজুলিতে পড়ে ১৩ জন যাত্রী মারা গিয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৯ জন। ওই বাসটি ৪২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল মুম্বইয়ের দিকে। পুনে থেকে মুম্বই গামী এই বাসটি ভয়াবহভাবে নিচে পড়ে যায়। মুহূর্তে আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।

মুম্বই-পুনে হাইওয়ের কাছে শিংগ্রোবাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে ঘটনার সঙ্গে সঙ্গেই, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তৎপরতার সঙ্গে। রায়গড়ের পুলিশ সুপার জানাচ্ছেন, বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। ‘তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, ২৫ জন আহত হয়েছেন প্রাথমিকভাবে’, বলে জানিয়েছিল পুলিশ। তবে পরবর্তীকালে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে অবস্থায় খাদে বাসটি পড়ে গিয়েছে, তাকে উদ্ধার করে তুলে আনতে বেশ বেগ পেতে হয়েছে প্রশাসনকে। ক্রেন এনে নিচ থেকে ওই বাসটিকে তুলে আনা হয়েছে। যে ছবি ঘটনাস্থল থেকে উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাসের ছাদ, জানলা সবই একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। কোনও মতে যাত্রীদের তুলে আনতে দড়ির সাহায্য নেওয়া হয়েছে।

( ‘চিৎকার শুনেই…’ বহুতল হোটেলে ৯ জনকে নিয়ে ভেঙে পড়ল লিফ্ট , আহত একাধিক)

এই মর্মান্তিক ঘটনার জেরে প্রয়াতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা প্রকাশ করেছেন, যাতে আহতরা দ্রুত সেরে ওঠেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রয়াতদের প্রতি ২ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করা হয়েছে। আর আহতদের পরিবারকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করা হয়। নরেন্দ্র মোদী তাঁর টুইটে লেখেন, ‘ মহারাষ্ট্রের রায়গড়ে বাস দুর্ঘটনার খবরে ব্যথিত। যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সঙ্গে সমব্যথী আমি। আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আশা করি। রাজ্যসরকার সমস্ত প্রয়োজনীয় সাহায্য করতে থাকবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup