PM Modi: ‘‌কলকাতাবাসীর জন্য বড় খবর’‌, নববর্ষে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

হুগলি নদীর নীচ দিয়ে কলকাতা মেট্রোর ট্রায়াল রান হয়ে গিয়েছে। সফলভাবে এই কাজ হওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার বাংলা নববর্ষের দিন টুইট করে নিজের মনের ভাব প্রকাশ করলেন তিনি। হুগলি নদীর তলা দিয়ে মেট্রো পৌঁছেছে হাওড়া ময়দানে। গত বুধবারই এই ঘটনা ঘটেছে। আর তা নিয়ে টুইটারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা চলছিল প্রধানমন্ত্রীর। সেখানেই তাঁর খুশি হওয়ার বিষয়টি প্রকাশ পায়।

এদিন এই নদীর তলা দিয়ে ট্রেন যাওয়া নিয়ে টুইটারে রেলমন্ত্রী লেখেন, ‘‌ট্রেন জলের তলা দিয়ে যাচ্ছে। এই ট্রায়ান রান আর একটা প্রযুক্তির বিস্ময়। হুগলি নদীর তলায় মেট্রো রেলের সুড়ঙ্গ এবং স্টেশন।’‌ এই টুইটের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী পাল্টা টুইট করে লেখেন, ‘‌এটা কলকাতাবাসীর জন্য বড় খবর। আর এটাই ভারতের মানুষের যানবাহনকে উৎসাহিত করবে।’‌ বুধবার দিনের ঘটনা নিয়ে শনিবার টুইট করাকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। কারণ আজ পয়লা বৈশাখ। তাই বাংলা তথা বাঙালির আবেগকে ধরতে তিনি এমন টুইট করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে এই ট্রায়াল রানের পর বাংলার মানুষ আশা বেড়েছে। তাঁরা প্রশ্ন করছেন কবে শুরু হবে নদীর তলা দিয়ে যাতায়াত?‌ এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‌দীর্ঘ চড়াই–উতরাইয়ের পর এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। হুগলি নদীর তলা দিয়ে সফলভাবে নিয়ে যাওয়া গিয়েছে মেট্রোকে। এটা একটা বড় পদক্ষেপ কলকাতা এবং গ্রামীণ এলাকার জন্য। তাছাড়া বাংলা নববর্ষে বিশেষ উপহার বাংলার মানুষের কাছে।’‌ খুব শীঘ্রই ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হবে বলে খবর।

আর কী জানা যাচ্ছে?‌ মেট্রো সূত্রে খবর, চলতি বছরেই এই পরিষেবা চালু হয়ে যাবে। তার ফলে একদিকে কলকাতার মানুষ সহজেই হাওড়া পৌঁছে যাবে। আবার হাওড়ার মানু্ষ কলকাতায় আসতে পারবেন। শুধু তাই নয়, ধর্মতলা থেকে আবার অন্যত্রও যেতে পারবেন তাঁরা। আর এটা নিয়ে আজ টুইট করলেন প্রধানমন্ত্রী। বোঝাতে চাইলেন এটাই নববর্ষে বাংলার মানুষের কাছে বড় খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup