Cancer research: দামি ইমিউনোথেরাপি সারাতে পারবে ক্যানসার? বাঙালি বিজ্ঞানীদের গবেষণায় মিলল উত্তর

ইমিউনোথেরাপি ক্যানসার চিকিৎসার একটি নতুন শাখা। এই থেরাপির লক্ষ্য টিউমারের অগ্রগতির সময় শরীরের রোগ প্রতিরোধ শক্তির বিভিন্ন উপাদানকে জাগিয়ে তোলা। তাসুকু হোনজো এবং জেমস পি. অ্যালিসন ২০১৮ সালে অ্যান্টিপিডি১ ইমিউনোথেরাপি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান‌। সারা বিশ্বজুড়ে এই‌ অ্যান্টিপিডি১ থেরাপি মেলানোমা, ফুসফুস ক্যানসার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, কিডনি, সার্ভিকাল এবং স্তন ক্যানসারের মতো একাধিক ক্যানসার চিকিৎসায় সাফল্য এনে দিয়েছে। সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) কিট্রুডাকে (একটি বিশেষ থেরাপি) অনুমোদন দিয়েছে, যা মেটাস্ট্যাটিক সার্ভিকাল ক্যানসারের একটি অ্যান্টিপিডি১ থেরাপি। 

তবে অত্যাধুনিক হলেও, এই থেরাপিতে রোগীর উন্নতির হার খুব ভালো নয়। বিপুল সংখ্যক রোগী এখনও অ্যান্টিপিডি১ থেরাপিতে সুস্থ হচ্ছেন না। কিন্তু কেন? চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের কয়েকজন গবেষক সেই উত্তরেই খোঁজেই শুরু করেন এক বিশেষ গবেষণা।   অ্যান্টিপিডি১ থেরাপি কেন কাজ করছে না, তার পিছনে একাধিক কারণ খুঁজে বার করেছেন তাঁরা।  স্তন এবং জরায়ু ক্যানসারের রোগীদের নিয়ে এই গবেষণা হয়।

আরও পড়ুন: রোজকার ৫ অভ্যাসেই শরীর খারাপ হয় ঘন ঘন, আপনারও আছে নাকি এই সমস্যা

আরও পড়ুন: একটাই ব্যাকটেরিয়া, CO2 থেকে বানিয়ে দেবে ভালো প্লাস্টিক! তাক লাগাল নয়া আবিষ্কার

গবেষকদের মতে, থেরাপির ব্যর্থতার পিছনে মূল দায়ী টার্মিনলি এক্সহসটেড CD8 T কোষ বা T-TEX কোষ। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এই রোগ প্রতিরোধী কোষগুলি থেরাপিতে বাধা দিচ্ছে। T-TEX কোষগুলি অ্যান্টি-PD1 থেরাপিতে কোনও সাড়া দেয় না। বরং উল্টে ক্যানসার স্টেম সেলকে সংখ্যায় বাড়তে সাহায্য করে। গুরুতর ক্যানসার রোগীদের টিউমারে এই কোষ প্রচুর পরিমাণে থাকে। ফলে তাদের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। গবেষকদের কথায়, বায়োপসি করার সময়ই এই কোষগুলিকে চিহ্নিত করা যায়। অন্যতম প্রধান গবেষক ডক্টর রথীন্দ্রনাথ বড়াল বলেন, ‘ রোগীকে ব্যয়বহুল থেরাপি দেওয়ার আগে, এই T-TEX কোষের  স্ক্রিনিং করানো দরকার। রোগীর শরীরে T-TEX কোষ বেশি থাকলে অ্যান্টিপিডি১ থেরাপি কাজ করবে না।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষণা দল আশাবাদী, ক্যানসার চিকিৎসার খরচ এরপর থেকে অনেকটাই কমবে। ভারতের মতো দেশে ক্যানসার চিকিৎসার বিশাল ব্যয়ভার বয়ে নিয়ে চলা রীতিমতো কঠিন। তাই আগে থেকেই যদি জানা যায়, ইমিউনোথেরাপি কাজ করবে কিনা, তবে আখেরে‌ রোগীরই উপকার। এমনটাই জানাচ্ছে গবেষকদল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup