Case on Exam Marks: বোর্ড পরীক্ষায় মার্কস ৯৮ থেকে ৯৯ শতাংশ বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ১৮ বছর বয়সীর

মামলাটি মূলত, নম্বর কম পাওয়া নিয়ে। পরীক্ষার্থীর দাবি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় যে শতাংশ মার্কস তিনি পেয়েছেন, তার থেকে বেশি পাওয়ার কথা তাঁর। উল্লেখ্য়, তাঁর প্রাপ্ত মার্কসের শতাংশ ৯৭.৮৩ , আর তাঁর দাবি, তাঁর পরীক্ষার খাতা পুনরায় পর্যালোচনা করা হোক এবং তাঁর যোগ্য প্রাপ্য নম্বর ৯৯ শতাংশ হওয়া উচিত! এই জাবি নিয়ে ১৮ বছর বয়সী পরীক্ষার্থী মামলা ঠুকেছেন সোজা সুপ্রিম কোর্টে।

ঘটনা কর্ণাটকের। দ্বাদশের বোর্ড পরীক্ষায় ১৮ বছর বয়সী খালোন দেবাইয়ার প্রাপ্ত নম্বর ইংরেজিতে ১০০ তে ৯০, কান্নাড়ায় ১০০ তে ৯৮, বায়োলজিতে ১০০তে ৯৯। রসায়ন, পদার্থবিদ্যা, গণিতে ১০০তে ১০০ পেয়েছেন তিনি। এদিকে, মার্কশিট বের হওয়ার পর প্রশ্নপত্র ও অ্যানসারশিট মিলিয়ে দেখতে শুরু করেন খালোন। তিনি দেখেন বায়োলজিতে তাঁর আরও বেশি মার্কস পাওয়ার কথা আর ইংরেজিতে বাড়বে ৫.৫ নম্বর। তড়িঘড়ি কর্ণাটকের সংশ্লিষ্ট বোর্ড ‘ পি ইউ এডুকেশন বোর্ড’ এর কাছে খালোন দ্বারস্থ হন। আর্জি জানান, যাতে তাঁর পরীক্ষার উত্তরপত্র ফের পর্যালোচনা করা হয় ও বর্ধিত নম্বর দেওয়া হয়। তবে বোর্ড জানায়, তাঁর উত্তরপত্রে কোনও মতেই নম্বর বেড়ে যাওয়ার বা নম্বরের পরিবর্তনের কোনও সুযোগ নেই। তারপর বিস্তারিতভাবে বোর্ডকে সমস্ত কথা জানান খালোন। বোর্ড স্পষ্ট জানায়, গ্রেডের মার্কশিটে ৬ নম্বরের ব্যবধান প্রয়োজন কোনও নম্বর বদলের ক্ষেত্রে, আর খালোনের মার্কশিটে তা হওয়ার সুযোগ নেই। এরপরই কর্ণাটকের হাইকোর্টের দ্বারস্থ হন ১৮ বছর বয়সী পরীক্ষার্থী খালোন। কোর্ট বোর্ডকে নির্দেশ দেয় পর্যালোচনার। তাতে দেরি হওয়াতে পরীক্ষার্থী ফের হাইকোর্টে আবেদন করেন, তখন কোর্ট স্ট্যাটাস রিপোর্ট দিতে বলে বোর্ডকে। পরে তা করেনি বোর্ড। বোর্ড এরপরও নম্বরে পরিবর্তন আনতে না চাওয়ায় অবমাননার মামলা শুরু হয়। এরপর কর্ণাটক হাইকোর্টের নির্দেশও খুব একটা সপক্ষে যায়নি খালোনের। তারপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

( ফ্রিজ থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে? ঝটপট পরিষ্কার করতে এই সহজ উপায়টি দেখে নিন)

শেষমেশ যা দাঁড়াল তাতে দেখা যাচ্ছে, ৯৮ শতাংশ থেকে ৯৭ শতাংশ মার্কস পেতে কর্ণাটক হাইকোর্টের পর দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে পড়ুয়াকে। প্রসঙ্গত, কেন ১ শতাংশ নম্বরও জরুরি, এই প্রশ্ন সামনে আসতে চলেছে, এই মামলায়। তার প্রেক্ষিতে, পরীক্ষার্থীর পক্ষের আইনজীবী বলছেন, ভর্তির ক্ষেত্রে নামী কলেজে কাট অফ মার্কসের ক্ষেত্রে এই ১ শতাংশের দাম প্রচুর। ফলে সেই নিরিখে এই নম্বর খুবই কাঙ্খিত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup