Mafia Atiq Ahmad killing video: পুলিশের সামনে আতিকের মাথায় বন্দুক ঠেকিয়ে পরপর গুলি, চমকে যাবেন খুনের ভিডিয়ো দেখে

পুলিশের সামনেই মাফিয়ার মাথায় রিভলভার ঠেকিয়ে পরপর গুলি চলল। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল মাফিয়া তথা রাজনীতিবিদ আতিক আহমেদ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আতিকের ভাই আশরাফেরও। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মেডিক্যাল কলেজের কাছে ঘটে যাওয়া যে ভয়ংকর মুহূর্তের পুরোটা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে। যে ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য শনিবার রাত ১০ টা নাগাদ আতিক ও আশরাফকে প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে আসে পুলিশ। যে দু’জন আইনজীবী উমেশ পাল হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত। হাতকড়া পরিয়ে দু’জনকে পুলিশের গাড়ি থেকে নামানো হয়। পুলিশের গাড়ি থেকে নামানোর পর আতিকদের ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁরা প্রশ্ন করতে থাকেন। প্রাথমিকভাবে কিছু বলেনি আতিক। তারপর কিছু একটা বলতে শুরু করে।

কয়েকটি শব্দ বলার পরই বাঁ-দিক থেকে আতিকের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেয় এক আততায়ী। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আতিক। আরও কয়েকজন গুলি চালাতে শুরু করে। আতিকের ভাই আশরাফকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। মাটিতে লুটিয়ে পড়ে আতিকের ভাইও। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, যে তিনজন (সানি, লাভলেশ এবং অরুণ) গুলি চালিয়েছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। তিনজনই সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থলে ছিল। তারইমধ্যে আতিক ও আশরাফের মৃতদেহ উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এখনই কিছু বলা যাবে না। সেটা তাড়াহুড়ো করা হবে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের এখনও জেরা করিনি আমরা।’

আরও পড়ুন: Atiq Ahmed killed: গুলিবিদ্ধ হয়ে মৃত আতিক আহমেদ, ভাই আশরফ! প্রয়াগরাজে পুলিশি ঘেরাটোপ, মিডিয়ার সামনে চলল গুলি

উল্লেখ্য, যেদিন রাতে আতিকদের খুন করা হল, সেদিন সকালেই মাফিয়ার ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দু’দিন আগেই (বৃহস্পতিবার) উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের এনকাউন্টারে মৃত্যু হয় আতিকের ছেলে আসাদ এবং মাকসুদানের ছেলে গুলামের। দু’জনেই প্রয়াগরাজে আইনজীবী উমেশের হত্যা মামলায় পলাতক ছিল। মাথার দাম ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ টাকা। উল্লেখ্য, ছেলের মৃত্যুর আগে আতিক আশঙ্কা প্রকাশ করেছিল যে তাকে এনকাউন্টারে সাফ করে দেবে উত্তরপ্রদেশ পুলিশ।

আরও পড়ুন: যোগী রাজ্যে ৬ বছরে কতজনকে এনকাউন্টারে মেরে ফেলেছে পুলিশ? সংখ্যা শুনলে চমকে যাবেন

উমেশ পাল কে ছিলেন?

২০০৫ সালের বিএসপির বিধায়ক রাজু পালের খুনের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন উমেশ। চলতি বছর ২৪ ফেব্রুয়ারিতে প্রয়াগরাজে ধুমানগঞ্জের বাড়ির বাইরে উমেশ এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীকে খুন করা হয়। উমেশের স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে আতিকদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়। আতিককে গ্রেফতার করে পুলিশ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)