ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় কলেজের অধ্যক্ষ বরখাস্ত

রমজান মাসের আরবি উচ্চারণ ‘রামাদান’ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এই নিয়ে বিতর্ক হওয়ায় চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্ত করা হয়।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘ফেসবুকে রামাদান নিয়ে বিতর্কিত পোস্টের জেরে সমালোচনা হচ্ছিল। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চিঠিতে উল্লেখ করা হয়, ‘ওই পোস্টের পরিপ্রেক্ষিতে অসংখ্য মানুষ আপনার পোস্টের মন্তব্যের ঘরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানান। এই কার্যক্রম ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডযোগ্য ফৌজদারি অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা-২০১৯ এর বিধি ৬.২ ও বিধি ১০ এর সুস্পষ্ট লঙ্ঘন এবং চবক চাকরি প্রবিধানমালা-১৯৯১ এর ৩৯ (খ) মোতাবেক সুস্পষ্ট অসদাচরণ ও গুরুদণ্ডযোগ্য অপরাধ। এর পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত থাকবেন এবং এই সময়ে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’