Actor R Madhavan’s Son Vedaant Wins 5 Gold Medals In Swimming, Proud Father Pens A Sweet Note


নয়াদিল্লি: ফের গর্বিত বাবা। ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আর হবেন নাই বা কেন? যে ছেলে একসঙ্গে পাঁচটি সোনার পদক (5 Gold Medals) জিতে আনে, তাঁকে নিয়ে বাবার গর্ব খুবই স্বাভাবিক। পিতা পুত্রের নাম যথাক্রমে আর মাধবন (R Madhavan) ও বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। সাঁতারে ‘মালয়শিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ’-এ (Malaysian Invitational Age Group Championships) পাঁচ খানা সোনার পদক জিতলেন বেদান্ত। ছেলের সেই ছবি পোস্ট করে মিষ্টি ক্যাপশন লিখলেন উচ্ছ্বসিত বাবা। 

ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা

এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন আর মাধবন। একটি ছবিতে দেখা গেল পিঠে ভারতের জাতীয় পতাকা ও গলায় পাঁচ খানা সোনার পদক ঝুলছে বেদান্তের। ছবি পোস্ট করে ক্যাপশনে মাধবন লেখেন, ‘ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের ইচ্ছায় বেদান্ত ভারতের জন্য পাঁচটি স্বর্ণপদক পেয়েছে (৫০, ১০০, ২০০, ৪০০ ও ১৫০০ মি.) মালয়শিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপস ২০২৩-এ যা এই সপ্তাহান্তে কুয়ালালামপুরে অনু

্ঠিত হয়। ধন্যবাদ।’

 


অভিনেতার পোস্টের সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী সকলেই বেদান্তকে শুভেচ্ছা জানান। 

 



আরও পড়ুন: ‘Lukochuri’: রাস্কিন বন্ডের ছোটগল্প অবলম্বনে তৈরি ছবি ‘লুকোচুরি’, মুক্তি পেল নববর্ষে

তবে এই প্রথম নয়, বেদান্ত এর আগেও তাঁর কীর্তির ছাপ রেখেছেন। একাধিক নামী প্রতিযোগিতায় সোনার পদক জিতেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ‘খেলো ইন্ডিয়া ২০২৩’-এ মহারাষ্ট্রের সঙ্গে মোকাবিলায় বেদান্ত তিনটি সোনার পদক (১০০, ২০০ ও ১৫০ মি) ও দুটি রুপোর পদক (৪০০ ও  ৮০০ মি) জিতেছেন। গত বছর জুলাই মাসে ৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রি স্টাইল স্যুইমিং রেসে জয়ী হয় বেদান্ত। এই জয়ের সঙ্গে তিনি দেশের জুনিয়র স্যুইমিং রেকর্ড ভেঙেছেন বেদান্ত।