বাংলায় খুন হচ্ছে হিন্দুরা,আপনার কাছে গর্বের, আতিক হত্যায় মমতাকে খোঁচা সুকান্তের

উত্তরপ্রদেশে আতিক আহমেদকে অতর্কিতে খুন করেছে দুষ্কৃতীরা।সেটা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর মমতার সেই টুইটের পালটা দিয়েছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করে লিখেছেন, যদি উত্তর প্রদেশে মাফিয়াদের খুন করা হয় তবে এটা আপনার কাছে লজ্জার। পশ্চিমবঙ্গে রোজ হিন্দুদের খুন করা হচ্ছে। সেটা আপনার কাছে গর্বের। এটাই প্রমাণ করছে কোনটা আপনার অগ্রাধিকার ও কোনটা আপনার হিপোক্রেশি।

কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী টুইট করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি এই নৈরাজ্য দেখে আঘাত পেয়েছি। উত্তর প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে। … এই ধরনের বেআইনী কাজের কোনও জায়গা আমাদের সাংবিধানিক গণতন্ত্রে নেই।

উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠে আতিক আহমেদ। তার ছেলে আসাদকে এর আগে এনকাউন্টারে মেরেছিল পুলিশ। শনিবার ছিল আসাদের শেষকৃত্য়ের দিন। সেদিন মেডিক্যাল টেস্ট করার জন্য নিয়ে আসা হচ্ছিল তাকে। চারদিকে পুলিশের ঘেরাটোপ। কড়া পুলিশি পাহারা। সেই সময় আচকাই আতিকের মাথা লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ক্য়ামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ ঘটনার ছবি। শিউরে উঠেছে গোটা দেশ। পরে ধরাও পড়েছে দুষ্কৃতীরা।

এদিকে গুলিতে মৃত্যু হয়েছিল আতিক ও তার ভাই আশরাফের। তবে ইতিমধ্য়েই দুষ্কৃতীদের কথা সামনে আসছে। তাদের পরিচয় নিয়ে নানা চর্চা হচ্ছে। তারা নাকি ধর্মীয় স্লোগান দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। গুলি চালানোর পরেই তাদের ধরে ফেলে পুলিশ।

এদিকে আতিকের সেই মৃত্যু নিয়ে এবার বাংলাতেও উঠে এসেছে টুইট যুদ্ধ। একদিকে গোটা ঘটনায় শকড বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই ধরনের বেআইনী কাজের কোনও জায়গা আমাদের সাংবিধানিক গণতন্ত্রে নেই।

এবার মমতার সেই টুইটকে তুলে ধরে পালটা টুইট করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, যদি উত্তর প্রদেশে মাফিয়াদের খুন করা হয় তবে এটা আপনার কাছে লজ্জার। পশ্চিমবঙ্গে রোজ হিন্দুদের খুন করা হচ্ছে। সেটা আপনার কাছে গর্বের।

দুপক্ষের এই টুইট যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনীতির মহল। এভাবে এনকাউন্টার, এভাবে যোগী রাজ্যে পুলিশের সামনে অভিযুক্তকে খুন করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করছে।