AC buses in Kolkata: রক্ষণাবেক্ষণের প্রশ্ন নিয়েই এপ্রিলে আরও এসি বাস নামাচ্ছে পরিবহণ দফতর

তীব্র গরমে যাত্রীদের স্বস্তি দিতে চলতি এপ্রিল মাসে একগুচ্ছ এসি বাস নামানোর পরিকল্পনা করেছে পরিবহণ দফতর। এ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সেরে ফেলেছে তারা। খুব শীঘ্রই এই এসি বাসগুলি রাস্তায় নামানো হবে। পরিরবণ দফতর সূত্রে খবর, এপ্রিল মাস জুড়ে ১০০টির বেশি সরকারি বাস রাস্তায় নামানো হবে। এর একটা বড় অংশ হবে এসি বাস।

তবে পরিবহণ দফতর রাস্তায় এসি বাস নামানোর পরিকল্পনা করলেও সমস্যা রয়েছে রক্ষণাবেক্ষণ নিয়ে। দফতর সূত্রে খবর, প্রায় ৬০ শতাংশ এসি বাস ডিপোয় বসে রয়েছে। এর মধ্যে ভলভোর ৬৩টি বাসের মধ্যে ২৫ টি রাস্তায় চলছে। এ ছাড়া অশোক লেল্যান্ডের ৩৫০টি বাসের মধ্যে ১৩০টি বাস রাস্তায় চলছে। ডিপোয় থাকা বাসগুলির মধ্যে কিছু বাসকে সারিয়ে রাস্তায় নামানো হবে।

(পড়তে পারেন। বউবাজারে কাজ শেষ ডিসেম্বরে, কবে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো চলবে?)

তবে তাঁদের সদিচ্ছা কতটা সফল ভাবে রূপায়ণ করা যাবে তা নিয়ে কপালে ভাঁজ রয়েছে পরিবহণ কর্তাদের। চলতে চলতে বাসের এসি বিকল হয়ে গেলে, অত্যাধিক গরমে বাসের ভিতর ঠিক মতো ঠান্ডা না হলে যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হবে চালককে। আবার এসি বাসগুলির রক্ষাণবেক্ষণেও বিপুল খরচ।

এক পরিবহণ কর্তার কথায়, ‘বাসগুলিকে ডিপোয় বসিয়ে রেখেই বা লাভ কী? এই তীব্র গরমে যদি কিছুটা স্বস্তি দেওয়া যায় যাত্রীদের, তাই এই পরিকল্পনা।’ তবে ঠিক কটি বাস নামানো হবে তা নিয়ে কোনও নির্দিষ্ট কোনও সংখ্যা জানা যায়নি। ডিপো থাকা বাসগুলির স্বাস্থ্য পরীক্ষা করেই সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।