Arjun Makes His IPL Debut For Mumbai Indians Against Kolkata Knight Riders


মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান। বাবার সঙ্গে এতদিন ড্রেসিংরুম ভাগ করতেন। চোখের সামনে দেখতেন কীভাবে কিংবদন্তি বাবার প্রতিটা কথা মন দিয়ে শুনতেন দলের প্লেয়াররা। বাবার কড়া নজরদারিতে অনুশীলনও সেরেছিলেন। কিন্তু তিন বছর ধরে দলের অংশ হওয়া সত্ত্বেও প্রথম একাদশে সুযোগ মিলছিল না। শেষ পর্যন্ত শিকে ছিড়ল অর্জুন তেন্ডুলকরের। আইপিএলে অভিষেক হল বাঁহাতি অর্জুনের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারেই বল করলেন তিনি। প্রথম ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পেলেন। যদিও কোনও উইকেট তুলতে পারেননি তিনি। রান খরচ করলেন ১৭। আহামরি পারফরম্যান্স না হলেও ছেলেকে মাঠে পারফর্ম করতে দেখে আবেগ আটকে রাখতে পারলেন না সচিন। খেলার শেষে সোশ্য়াল মিডিয়ায় বিশেষ বার্তাও দিলেন অর্জুনকে।

কী বললেন সচিন?

নিজের সোশ্য়াল মিডিয়ায় অর্জুনের খেলার দুটো ছবি পোস্ট করেছেন সচিন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ”অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে গুরুত্বপূর্ণ আরও একধাপ এগোলে। তোমার বাবা হিসেবে ও ক্রিকেটের প্রতি প্য়াশনেট একজন মানুষ হিসেবে আমি নিশ্চিত যে আগামীতে তুমি ক্রিকেটকে এভাবেই সম্মান করবে, তাহলেও ক্রিকেটও তোমাকে ভালবাসা দেবে। তুমি এই জায়গায় পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছ। আমি নিশ্চিত আগামীতেও আরও পরিশ্রম করবে। একটা সুন্দর যাত্রার শুরু হল। অনেক অনেক শুভ

েচ্ছা।”

 


ম্যাচ শুরুর আগে কিছুটা ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দেখা যায়, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে আসছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা কোথায়? টসের পর সূর্য জানালেন, পেটের সমস্যায় ভুগছেন রোহিত। যে কারণে তিনি এই ম্যাচের প্রথম একাদশে নেই। পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। কেকেআর ম্যাচ তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। কারণ, ব্যাট হাতে ছন্দে নেই সূর্য। তার ওপর নেতৃত্বের চাপ তিনি কীভাবে সামলান, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। রোহিতকে অবশ্য একেবারে বাইরে রাখেনি মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। প্রথমে ফিল্ডিং করছে মুম্বই। রান তাড়া করার সময় প্রয়োজন পড়লে রোহিতকে নামানোর চেষ্টা করছে মুম্বই।

যদিও টিম লিস্ট সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত একজনকে নিয়েই।  তিনি, সচিন-পুত্র অর্জুন। মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন… অর্জুন… একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন… স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।