Bibhas Adhikari: বিভাস অধিকারীকে তলব করল সিবিআই, কখন যাচ্ছেন নেতা নিজাম প্যালেসে?

নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীকে আবার সিবিআই তলব করল। এই মামলায় তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিনই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীকে কলকাতায় তলব করল সিবিআই। আজ, রবিবারই নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার নলহাটিতে বিভাসের বাড়ি ও আশ্রমে সাড়ে ৭ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। একইসঙ্গে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে কলকাতায় বিভাসের ফ্ল্যাটেও চলে তল্লাশি।

এদিকে পয়লা বৈশাখের দিনেই নলহাটির তৃণমূল কংগ্রেস নেতা বিভাস অধিকারীর বাড়ি ও আশ্রমে তল্লাশি চালিয়েছিল সিবিআই অফিসাররা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই অফিসাররা। সূত্রের খবর, রবিবারই বিভাসকে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে। কারণ আগের দিনের তল্লাশিতে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। তা নিয়েই মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে শনিবার নলহাটির বাড়িতেই বিভাসকে পেয়েছিলেন সিবিআই অফিসাররা। সেখানেই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তাহলে আবার তাঁকে কলকাতায় তলব কেন?‌ বিভাস সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমি কোনওভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নই। সবরকম সাহায্য করতে প্রস্তুত আছি।’‌ তারপরই আজ, রবিবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় বিভাস অধিকারীকে। আজ কি বিভাস আসবেন নিজাম প্যালেসে? এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতা কিছু জানাননি। তবে নেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, আজ বিভাস হয়তো যাবেন না। কিন্তু সোমবার বা মঙ্গলবার যেতে পারেন নিজাম প্যালেসে।

আর কী জানা যাচ্ছে?‌ সিবিআই পয়লা বৈশাখের দিন থেকেই বাংলায় ঝাঁপিয়ে পড়েছে। বীরভূম, মুর্শিদাবাদ থেকে কলকাতায় চষে বেড়িয়েছেন অফিসাররা। দফায় দফায় তল্লাশি করেছেন। বিভাস অধিকারীকে নানা কথা জিজ্ঞাসা করেছেন। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট নন সিবিআই অফিসাররা। তাই কতজন অযোগ্য চাকরিপ্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে বিভাস সেটাই এখন জানতে চান গোয়েন্দারা। বিভাসের যে ট্রেনিং কলেজ আছে, সেখানেই দুর্নীতির আসল আখড়া কিনা সেটাও জানতে চায় সিবিআই। তাই আবার বিভাসকে ডেকে পাঠানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup