Indian Man died in Sudan: সুদানে সেনা বনাম আধাসামরিক বাহিনীর গৃহযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় নাগরিক

সেনা বনাম আধাসামরিক বাহিনীর লড়াইতে উত্তপ্ত সুদান। এহেন সুদানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকের মৃত্যু প্রসঙ্গে সুদানের ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় লিখে জানায়, ‘জানা গিয়েছে যে মিঃ অ্যালবার্ট অগেস্টিন সুদানের ডাল গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি একজন ভারতীয় নাগরিক। গতকাল একটি বুলেটের আঘাতে দখম হয়ে মারা গিয়েছেন তিনি।’ ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে যে তারা অ্যালবার্ট অগেস্টিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করার জন্য সুদানের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করছে। (আরও পড়ুন: নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়ছে বাংলায়, বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে হাওয়া অফিস)

উল্লেখ্য, শনিবার সুদানে সেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে সেদেশের আধাসামরিক বাহিনীর। এই সংঘর্ষে গতকাল পর্যন্ত তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেদেশের চিকিৎসক ইউনিয়ন। খারতুম বিমানবন্দরেও এক সাধারণ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে গৃহযুদ্ধের মাঝে আধা সামরিক বাহিনী দাবি করে, বিমানবন্দর এবং রাষ্ট্রপতি ভবন দখল করেছে তারা। যদিও সেনা সেই দাবি নাকচ করে দেয়। জানা গিয়েছে, এই সংঘর্ষের মূলে রয়েছে সামরিক নেতা আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তাঁর অধীনস্থ আধাসামরিক কমান্ডার মহম্মদ হামদান দাগলোর বিবাদ। আধাসামরিক বাহিনীর র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) সেনার সঙ্গে মিশিয়ে দেওয়া নিয়ে এই বিবাদ শুরু হয় বিগত কয়েক সপ্তাহ আগে। সেই বিবাদের জেরেই শনিবার থেকে একে অপরের বিরুদ্ধে বন্দুক তুলে নিয়েছে সেনা ও আধাসামরিক বাহিনী।

প্রসঙ্গত, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকেই এই দেশের অর্থনৈতিক পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশের তালিতায় স্থান করে নিয়েছে সুদান। তবে দেশে গণতান্ত্রিক সরকার ফেরানোর লক্ষ্যে আলোচনা চলছিল। সেই আলোচনার অংশ হিসেবেই সেনার সঙ্গে মিশে যেতে চলেছিল আধাসামরিক বাহিনীর র‌্যাপিড সাপোর্ট ফোর্স। তবে সেই সংযুক্তিকরণে না খুশ আধাসামরিক বাহিনীর কমান্ডার মহম্মদ হামদান দাগলো। এই পরিস্থিতিতে সুদানে অবস্থিত প্রায় সকল দেশের দূতাবাসই তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে এবং বাইরে বেরোতে বারণ করেছে।