IPL 2023: Mumbai Indians To Wear Women Team’s Jersey Have 19000 Children In The Stands Vs KKR


মুম্বই: আজ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। এই ম্যাচ দেখতে ওয়াংখেড়ের গ্যালারিতে ৩৬টি স্বেচ্ছাসেবী সংস্থার মোট ১৯ হাজার তরুণী এবং ২০০ জন বিশেষভাবে সক্ষম শিশুরা উপস্থিত থাকবেন। রিলায়েন্স ফাউন্ডেশন এবং মুম্বই ইন্ডিয়ান্সের এডুকেশন ফর অল (ইএসএ) উদ্যোগ মারফৎ প্রতি বছরই ওয়াংখেড়েতে মুম্বইয়ের একটি ম্যাচ দেখতে শিশুদের আহ্বান জানানো হয়। আজও এমনটাই হতে চলেছে।

মুম্বই ইন্ডিয়ান্সের উদ্যোগ

এই উদ্যোগের সঙ্গে একেবারে প্রথম থেকেই জড়িত রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর তথা কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ইএসএ-র মাধ্যমে সমাজের সব স্তরের শিশুদের খেলাধুলো ও শিক্ষার সুযোগ করে দেওয়াটাই মূল লক্ষ্য। আজকের ম্যাচটি মহিলা শিশুদের উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে মহিলাদের অবদানকেও এই ম্যাচের মাধ্যমে সেলিব্রেট করা হবে। এই উদ্যোগের দরুণই আজ রোহিতরা মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের জার্সি পরে মাঠে খেলতে নামবেন।

মুম্বই ইন্ডিয়ান্সের অন্য়তম কর্ণধার নীতা আম্বানি (Nita Ambani) এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এই ম্যাচটি ক্রীড়াক্ষেত্রে মহিলাদের অবদানকে সেলিব্রেট করা হবে। এই বছরটা ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই বছরেই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে। মহিলাদের শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সমান অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা আগ্রহী এবং সেই কারণেই আমরা এ বছরের ইএসএটা মহিলা শিশুদের উৎসর্গ করছি। বিবিধ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মোট ১৯ হাজার মহিলা শিশুদের আইপিএলের ম্য়াচ সরাসরি দে

ানোর জন্য মাঠে আনা হবে।’

খেলা দেখতে আগত শিশুদের যাতে কোনওরকম সমস্যা নয়, সেই দায়িত্ব দুই হাজার স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে। শিশুদের মোট ৫০০টি বাসে করে মাঠে নিয়ে আসা হবে। শিশুদের খাবার, জল তো দেওয়া হবেই, পাশাপাশি একটি বিশেষ টি-শার্টও উপহার হিসাবে দেওয়া হবে জানানো হয়। 

রাসেলকে নিয়ে আশ্বস্ত কেকেআর

ঘুরে দাঁড়ানোর লড়াই। ইজ্জতের লড়াই। লড়াই ক্লান্তির বিরুদ্ধেও। ঘুরে দাঁড়ানোর লড়াই কারণ, টানা ২ ম্যাচ জেতার পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে নাইটদের (KKR)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। যে দলের সেরা তারকার নাম কোচ ব্রায়ান লারা, সেই অনভিজ্ঞ হায়দরাবাদই ইডেন গার্ডেন্সে কেকেআরের থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ কেকেআরের।

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের মাঝখানে চোটের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। পরে কেকেআর শিবির থেকে বলা হয়, পেশির টান রয়েছে রাসেলের। শনিবার কেকেআর শিবির থেকে জানানো হল, অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের জন্য পেশির টান ধরেছিল রাসেলের। তবে ক্যারিবিয়ান তারকা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। মুম্বইয়ে দলের সঙ্গেই রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেনও।

নাইটদের স্বস্তি দেবে মুম্বইয়ের ফর্মও। প্রথম দুই ম্যাচ হারার পর আগের ম্যাচে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে মুম্বই। অন্যদিকে, কেকেআর ৪ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। আগের ম্যাচে হারলেও, ২২৯ তাড়া করতে নেমে দুশোর ওপর রান করেছিল। অন্যদিকে, মুম্বইয়ের উদ্বেগ চোট-আঘাত। দলের সেরা বোলার যশপ্রীত বুমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। জোফ্রা আর্চার কনুইয়ের সমস্যায় কাবু। তিনি খেলতে না পারলে রাইলি মেরিডিথ সুযোগ পাবেন।

আরও পড়ুন: মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট, এবারও কি জিতবে গুজরাত না বদলা নেবে রাজস্থান?