New phosphorus material: গাছের উপর ভয়ানক বাজ পড়তেই তৈরি আজব উপাদান! পৃথিবীতেই দুর্লভ! বলছেন বিজ্ঞানীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নিউ পোর্ট রিচি এলাকায় একটি গাছে বজ্রপাত হয়। এমনিতে এই ঘটনা বেশ স্বাভাবিক। কিন্তু একটি বিশেষ কারণে এটি আলাদা বলে গণ্য করা হচ্ছে। এই বাজ পড়া দেখে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবিষ্কার করেন এর ফলে একটি নতুন ফসফরাসের মতো উপাদান তৈরি হয়েছে।

আরও পড়ুন: চুটিয়ে গাল পাড়ুন, তাহলেই নাকি ফুরফুরে থাকে মন! কেন বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন: দৌড়ঝাঁপের বয়সেই মুখে বলিরেখা ফুটছে? এর কারণ হয়তো আপনি নিজেই, কেন জানেন

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানী ম্যাথিউ পাসেক বলেছেন, পৃথিবীতে এই প্রথম কঠিন আকারে পাথরে পাওয়া উপাদানটি একটি নতুন খনিজ পদার্থের প্রতিনিধিত্ব করতে পারে। পাসেক একটি গবেষণায় পরীক্ষা করেছেন, কীভাবে উচ্চ-শক্তির বাজ পড়লে সম্পূর্ণ নয়া রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে। আর এর ফলে একটি নতুন উপাদান তৈরি হয়। যা মহাকাশের খনিজ পদার্থ এবং পৃথিবীর খনিজ পদার্থের মধ্যে পরিবর্তনশীল। তাঁর এই গবেষণাটি কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: গরমের দাপটে ফোনও গরম হয়ে যাচ্ছে? জেনে নিন কীভাবে ঠিক রাখবেন দরকারি যন্ত্রটি

আরও পড়ুন: গরমে কিডনিরও বড়সড় ক্ষতি হতে পারে, অঙ্গ বাঁচাতে খেয়াল রাখুন ৫ ব্যাপারে

ভূ-বিজ্ঞানী ম্যাথিউ পাসেক বলেন, আমরা কখনই এই উপাদানটিকে পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাাইনি। এর মতো খনিজগুলি উল্কা পিন্ডে এবং মহাকাশে পাওয়া যেতে পারে। আমরা ঠিক এই উপাদানটিকে কোথাও দেখা যায়নি।

তাঁর কথায়, যখন বাজ একটি গাছে আঘাত করে, তখন মাটি ফেটে যায়। আশেপাশের ঘাস মারা যায়। মাটিতে একটি দাগ তৈরি হয়। এই সময় কাছাকাছি থাকা পাথর, মাটি এবং বালির মধ্য দিয়ে বৈদ্যুতিক তরঙ্গ যায়, ‘ফসিলাইজড বজ্রপাত’ নামেও পরিচিত। পাসেক নিউ পোর্ট রিচি বাড়ির মালিকদের কাছ থেকে ফুলগুরাইট কিনেছিলেন। যারা ‘বাজের দাগ’ দেখতে পান ওতে। এরপরেই এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাসেক এটি নিয়ে ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের খনিজবিদ্যা এবং ক্রিস্টালোগ্রাফির অধ্যাপক লুকা বিন্দির সঙ্গে একসাথে কাজ শুরু করেন।

দলটি ফসফরাস উপাদান বহনকারী অস্বাভাবিক খনিজগুলির অনুসন্ধান করে উচ্চশক্তির বাজ পড়ার ঘটনাকে আরও ভালভাবে বোঝার চেষ্টা করছে। পাসেক বলেন এই গবেষণা বজ্রপাতের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে। একটি বজ্রপাতের আঘাতে গড়ে কতটা ক্ষতি হতে পারে তা জানা জরুরি। আর এটি কতটা বিপজ্জনক সেটাও বোঝা যাবে। এতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া যাবে। বাজ পড়ার পর  যদি পাথর গলে যায়, তবে অবশ্যই মানুষকেও গলিয়ে দিতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup