সুপ্রিম স্থগিতাদেশের পরেও অভিষেককে তলব CBI-এর, পালটা মামলার প্রস্তুতি সাংসদের

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে নোটিশ পাঠাল সিবিআই। সোমবার বিকেলে নোটিশ পাঠানো হয় বলে সূত্রের খবর। চিঠিতে মঙ্গলবার অভিষেককে সিবিআইয়ের তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, আদালতের স্থগিতাদেশ থাকায় মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না তিনি।

আদালত ও থানায় চিঠি দিয়ে কুন্তল ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিষেক ও কুন্তলকে দ্রুত তলব করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টে যান অভিষেক। সেই মামলার শুনানিতে ২৪ এপ্রিল পর্যন্ত অভিষেককে তলব বা জিজ্ঞাসাবাদের ওপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। অভিষেকের ফাঁড়া আপাতত কেটে গেছে বলে যখন মনে করা হচ্ছিল। তখনই এসে পৌঁছয় সিবিআইয়ের নোটিশ। সোমবার দুপুরে সিবিআইয়ের তরফে নোটিশ পাঠিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে। কিন্তু শীর্ষ আদালতের স্থগিতাদেশের পরেও সিবিআই অভিষেককে কেন নোটিশ পাঠাল তা স্পষ্ট নয়।

ওদিকে অভিষেকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দেবেন না তিনি। পরিবর্তে মামলার পরবর্তী শুনানির দিন সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করবেন তিনি।

অভিষেককে সিবিআইয়ের তলব নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, সিবিআই কেন ডেকেছে সিবিআই বলতে পারবে। তবে তদন্তের নামে এই দীর্ঘসূত্রিতায় মানুষ ধৈর্য হারাচ্ছে। আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক। সত্য প্রতিভাত হোক।

বলে রাখি, গত ২৯ মার্চ শহিদ মিনার ময়দানে এক সভায় অভিষেক বলেন, আমার নাম বলার জন্য কুণাল ঘোষকে চাপ দেওয়া হয়েছে। এর পরদিনই আদালতে পেশের সময় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যয়ের নাম বলার জন্য আমাকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এর পর বিচারককে চিঠি দিয়ে এই অভিযোগ দায়ের করেন তিনি। গত সপ্তাহে জেল সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় চিঠি দিয়ে একই অভিযোগ দায়ের করেন কুন্তল। এর পর বিষয়টি হাইকোর্টে উত্থাপন করে ইডি। ইডির বক্তব্য শুনে বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অভিষেকের মন্তব্যেই কুন্তল অভিযোগ করতে অনুপ্রাণিত হয়েছেন কি না তা জানতে অবিলম্বে ২ জনকে জেরা করা উচিত কেন্দ্রীয় সংস্থাগুলির।