Piyali Basak Mountaineer Of Chandannagore Climbs Mt Annapurana Successfully, Know In Details


সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালি বসাক (Piyali Basak)। সোমবার সকাল ৮.৫০ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) ও দূর্গম শৃঙ্গে আরোহণ করেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালি।

গত ১৬ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়ে ছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালি। যে খবর প্রথম প্রকাশিত হয়েছি এবিপি লাইভে। সোমবার স্থানীয় সময় সকাল ৮.৫০ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট সম্পূর্ণ করেন পিয়ালি।

প্রথম পর্বতারোহী হিসাবে বিনা অক্সিজেনে মাউন্ট এভারেস্ট (Mt Everest) জয় করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। এভারেস্টের শৃঙ্গে উড়িয়েছিলেন ভারতের জাতীয় পতাকা। হুগলির চন্দননগরের পিয়ালি বসাক (Piyali Basak) ফের বেরিয়ে পড়েছেন পর্বত জয়ের অভিযানে। তাঁর লক্ষ্য ছিল, বিনা অক্সিজেনে জোড়া শৃঙ্গ – অন্নপূর্ণা ও মাকালু আরোহণ।

পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালি। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছিলেন। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালি। তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। এবার আরও এক আট হাজার মিটার

চ্চতার শৃঙ্গ জয় করলেন।

 


পিয়ালির বোন তমালি বসাক জানান, নেপালের এজেন্সির থেকে খবর পেয়েছেন যে, অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণা সামিট করেছেন পিয়ালি। বিনা অক্সিজেনে শৃঙ্গ জয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। কৃত্রিম অক্সিজেনের সাপোর্ট নিতে হয়েছে চন্দননগরের সাহসী কন্যাকে।

মাথার ওপর ঋণের বিশাল বোঝা। এভারেস্ট ও মাকালু অভিযানে গিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকার দেনা হয়েছিল। তার ওপর গত বছরের অক্টোবর-নভেম্বরে বিশ্বের ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ চো-ইউ গিয়েছিলেন। সেই অভিযানেও নতুন মাইলফলক তৈরি করেন পিয়ালি। সেই প্রথম নেপালের দিক দিয়ে কেউ চো-ইউ (৮২০১ মিটার) অভিযান করেন। সেই অভিযানেও বিপুল খরচ হয়েছে। বেড়েছে ঋণের পরিমাণ। সব মিলিয়ে এখনও ৫০ লক্ষ টাকার দেনা। তবু পর্বতারোহণে অদম্য বঙ্গকন্যা।

অভিযানে বেরনোর দিন এবিপি লাইভকে পিয়ালি বলেছিলেন, ‘সেরকম কোনও স্পনসর পাইনি। সকলের আশীর্বাদ চাইছি। সাধারণ মানুষ আমার পাশে থেকেছেন। তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’

আরও পড়ুন: চোটে জর্জরিত সিএসকে, কোহলির ফর্ম আজ ভরসা আরসিবির