সাগরদিঘির ধাক্কা, কেন্দ্রের নির্দেশিকা বার করে ফের CAA জুজু দেখানোর চেষ্টা মমতার

আধার কার্ড ভেরিফিকেশনের নামে ঘুরিয়ে CAA ও NRC করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সোমবার নবান্নে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটের মুখে নাগরিকত্বের গাজর দেখিয়ে ফের একবার বৈতরণী পার করার চেষ্টায় রয়েছে বিজেপি।

এদিন কেন্দ্রের পাঠানো এক নির্দেশিকা পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যের নির্দিষ্ট কিছু জেলায় নির্দিষ্ট থানা এলাকায় অবৈধ আধার কার্ড ভেরিফিকেশনের পাইলট প্রোজেক্ট চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি নাগরিকদের অবৈধ আধার কার্ড বাতিল করে তাদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর পর রাজ্যের বিভিন্ন জেলার একগুচ্ছ জায়গার তালিকা পড়ে শোনান মুখ্যমন্ত্রী। দাবি করেন, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

মমতার প্রশ্ন, এগুলো করার যুক্তিটা কী? আবার NRC নিয়ে আসা? আর নতুন করে আবার বলা যে আমি তোমাদের CAA করে দেব। কা কা করে ডেকেছিল না। মানুষ প্রতিবাদ করেছিল। কত মানুষ মারা গেছে। কোনও বিচার হয়েছে? কোনও বিচার হয়নি।

বলে রাখি, গত ১৪ এপ্রিল সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গত বিধানসভা নির্বাচনে CAA-র ভয় দেখিয়ে বিধানসভা নির্বাচনে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তা হবে না। এবার পালটা মেরুকরণের রাজনীতি শুরু করলেন তৃণমূলনেত্রী।